Toy Train Accident

দার্জিলিঙে আবার দুর্ঘটনার মুখে টয় ট্রেন! গাড়ির সঙ্গে সংঘর্ষে যাত্রা থামল মেরি ভিলায়, আতঙ্কিত যাত্রীরা

মঙ্গলবার ঘুম স্টেশন থেকে একটি টয় ট্রেন এনজেপি-র দিকে যাচ্ছিল। দার্জিলিং রেল স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে মেরি ভিলার কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় টয় ট্রেনটির।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কয়েক দিনের ব্যবধানে আবার দার্জিলিঙে টয় ট্রেন দুর্ঘটনা। এ বার চারচাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে থেমে গেল যাত্রা। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

Advertisement

মঙ্গলবার ঘুম স্টেশন থেকে একটি টয় ট্রেন এনজেপি-র দিকে যাচ্ছিল। দার্জিলিং রেল স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে মেরি ভিলার কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় টয় ট্রেনটির। ওই গাড়িটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। কয়েক দিন আগে একই রকম দুর্ঘটনা হয়েছিল দার্জিলিং রেলস্টেশনের অদূরে পার্কিং প্লাজ়ার কাছে।

বার বার দুর্ঘটনায় প্রশ্নের মুখে টয় ট্রেনের পরিষেবা। স্বাভাবিক ভাবে যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন