Suvendu Adhikari in Bankura

বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু, পুলিশকে হুঁশিয়ারি দিয়ে সময়সীমা দিলেন বিরোধী দলনেতা!

শনিবার সকালে নন্দনপুর গ্রামে বিজেপি নেতার বাড়িতে যায় চার সদস্যের ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করে বেরিয়ে যায় তারা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রমাণ লোপাটের সুযোগ করে দিতে এত দেরিতে বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪৭
Suvendu Adhikari

ওন্দায় বিজেপির পতাকা হাতে মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। —নিজস্ব ছবি।

ওন্দায় আক্রান্ত বিজেপি নেতা তাপস বারিকের বাড়ি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে তাপসের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক। তার পর পুলিশকে নিশানা করে সময়সীমা বেঁধে দেন। বাঁকুড়া থেকে তাঁর হুঁশিয়ারি, এর পর পুলিশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হবেন।

Advertisement

গত বুধবার রাতে ওন্দা থানার নন্দনপুর গ্রামে বিজেপির ওন্দা বিধানসভার আইটি সেলের সহ-আহ্বায়ক তাপসের বাড়়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। দরজা বাইরে থেকে বন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। প্রতিবেশীদের সহযোগিতায় কোনও রকমে প্রাণে বেঁচেছেন তাপস ও তাঁরা মা-বাবা। ওই নেতার একটি দোকান রয়েছে। সেখানেও লুটপাট, ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

ওই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে ওন্দায় প্রতিবাদ মিছিল এবং সভা করেছে বিজেপি। শুভেন্দু দোষীদের গ্রেফতারির জন্য ওন্দা থানার পুলিশকে আগামী ২৬ জানুয়ারী পর্যন্ত সময় দেন। তাঁর দাবি, তাপস বিজেপি করেন বলেই এই হামলা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, গত বুধবার রাতেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের হয়। তার দু’দিন পর, শনিবার সকালে নন্দনপুর গ্রামে তাপসের বাড়িতে যায় চার সদস্যের একটি ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করে বেরিয়ে যায় তারা। শুভেন্দু অভিযোগ করেন, প্রমাণ লোপাটের সুযোগ করে দিতে এত দেরিতে ফরেনসিক দল পাঠানো হয়েছে। সভায় তিনি বলেন, ‘‘আমরা ওন্দা থানার পুলিশ-সহ বাঁকুড়া জেলার পুলিশ সুপারকে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। নইলে ২৬ জানুয়ারির পরে আমরা তাপস বারিককে নিয়ে গঙ্গার ওপারে (কলকাতা) যাব। হাই কোর্টের দ্বারস্থ হব।’’

তৃণমূলের ওন্দা ব্লকের সহ-আহ্বায়ক চিন্ময় শর্মার দাবি, ‘‘পুলিশ পুলিশের কাজ করছে। এই ঘটনায় যিনি বা যাঁরাই যুক্ত থাকুন, আমরা চাই তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক। কিন্তু বিজেপি এ নিয়ে নোংরা রাজনীতি করছে। আগামিদিনে রাজ্যের মানুষ বিরোধী দলনেতাকেই পরিবর্তন করে দেবে।’’

Advertisement
আরও পড়ুন