North Bengal Medical College Doctor Death

বেড়াতে বেরিয়ে মৃত্যু কলকাতার জুনিয়র ডাক্তারের! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই সহকর্মীও আশঙ্কাজনক

স্থানীয় সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কয়েক জন চিকিৎসক গাড়ি নিয়ে পানিঘাটা বেড়াতে যাচ্ছিলেন। কদমা মোড়ের কাছে তাঁদের চারচাকার গাড়ির সঙ্গে আর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:১৪
(বাঁ দিকে) চিকিৎসকদের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। জুনিয়র ডাক্তার সায়ন্তনী ভাদুড়ি (ডান দিকে)।

(বাঁ দিকে) চিকিৎসকদের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। জুনিয়র ডাক্তার সায়ন্তনী ভাদুড়ি (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

বর্ষশেষের ছুটিতে বেড়াতে বেরিয়ে পথদুর্ঘটনার কবলে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চার চিকিৎসক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির কদমা মোড় এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কয়েক জন চিকিৎসক গাড়ি নিয়ে পানিঘাটা বেড়াতে যাচ্ছিলেন। কদমা মোড়ের কাছে তাঁদের চারচাকার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অকুস্থলেই মারা যান এক জন। মৃতার নাম সায়ন্তনী ভাদুড়ি। ওই জুনিয়র চিকিৎসকের বাড়ি কলকাতায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন তিনি। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নকশালবাড়ির কদমা মোড় সংলগ্ন পানিঘাটা-বাগডোগরা রাজ্য সড়কে ওই দুর্ঘটনা হয়। একটি গাড়িতে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুই মহিলা জুনিয়র ডাক্তার-সহ মোট চার চিকিৎসক। উল্টো দিক থেকে শিলিগুড়ির পথে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়ির।

খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে নকশালবাড়ি থানার পুলিশ ও নকশালবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে। দুই চিকিৎসককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেই পাঠানো হয়েছিল। সেখানে সায়ন্তনীর মৃত্যু হয়। আরও দুই চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে খবর। বাকি এক চিকিৎসককে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন