Elephant Hit by Train

ঘন কুয়াশায় লাইন পেরোনোর চেষ্টা! জলপাইগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, আরও একটি গুরুতর জখম

আহত হাতিটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বনকর্মীরা। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:৩১
রবিবার জলপাইগুড়ির ভোটপাড়ায় আহত হাতিকে উদ্ধারের কাজ চলছে।

রবিবার জলপাইগুড়ির ভোটপাড়ায় আহত হাতিকে উদ্ধারের কাজ চলছে। — নিজস্ব চিত্র।

জলপাইগুড়ির ভোটপাড়া–নোয়াপাড়া এলাকায় রবিবার ভোরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একটি হাতির। ওই ঘটনায় আহত আরও একটি হাতি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আহত হাতিটিকে উদ্ধার করে চিকিত্‍সার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

স্থানীয়েরা জানিয়েছেন, রবিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল দু’টি হাতি। তখন তাদের ধাক্কা দেয় ট্রেন। একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়। অন্যটি গুরুতর আহত হয়ে রেললাইনের ধারে পড়ে ছিল। খবর দেওয়া মাত্রই জলপাইগুড়ি বন দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করে হাতিটির। আহত হাতিটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বনকর্মীরা। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন।

এই ঘটনার পরে রেলের দিকে আঙুল তুলেছেন স্থানীয়েরা। হাতি করিডোরে ট্রেনের গতি কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। বন দফতর ইতিমধ্যে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য নিচ্ছে। ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি মুখ্য বনপাল বিকাশ ভি জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধারকারী দল পাঠাই। আহত হাতিটিকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেল বিভাগকেও এই করিডোরে গতি নিয়ন্ত্রণ ও অতিরিক্ত সতর্কতা বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করছি।” বন দফতর ও রেল বিভাগের যৌথ তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন