—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাংলাদেশি এক যুবতীর অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার হলেন দক্ষিণ সিকিমের এক যুবক। ভক্তিনগর থানার পুলিশের হাতে পাকড়াও হয়েছেন তিনি।
অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিগত কয়েক বছর ধরে তাঁর সঙ্গে সহবাস করেছেন যুবক। প্রেমের টানে তিনি ভারতে এসেছিলেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল বলে বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। কয়েক দিন পর আবার ভিসা করিয়ে ভারতে আসেন। এখন সেই প্রেমিকই তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দক্ষিণ সিকিমের বাসিন্দা হলেও বর্তমানে তিনি ভক্তিনগর থানা এলাকার নিম্বু বস্তিতে থাকেন। বাংলাদেশের ওই যুবতীর সঙ্গে তাঁর সম্পর্কের শুরু হয় ২০২৩-’২৪ সালে। যুবতীর দাবি, প্রেমিক তাঁকে সংসারের স্বপ্ন দেখিয়েছিলেন। বলেছিলেন, তাড়াতাড়ি বিয়ে করবেন। কিন্তু তিনি নিজের দেশে ফিরে বিয়ের তোড়জোড় শুরু করতেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন প্রেমিক।
প্রেমিকের সঙ্গে ফোনের যোগাযোগ করতে না পেরে আবার ভিসা করিয়ে ভারতে আসেন যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করে। তাঁকে জিজ্ঞাসবাদ করতে গিয়ে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তার পরেই গ্রেফতার করা হয় যুবককে।
সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়। অন্য দিকে, বাংলাদেশি যুবতীর কাগজপত্র এবং ভিসা ইত্যাদি পরীক্ষা করা হচ্ছে। শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিংহ বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে আমরা যুবককে গ্রেফতার করেছি। সবটাই খতিয়ে দেখা হচ্ছে৷’’