সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু পর্যটকের। — ফাইল চিত্র।
উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের৷ মৃত মহিলা কলকাতার বাসিন্দা। তাঁর বয়স ৪৭ বছর৷ প্রশাসন সূত্রে খবর, উঁচু জায়গায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। ‘অলটিটিউড সিকনেস’-এর লক্ষণ দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সিকিম প্রশাসন সূত্রে খবর, মৃত মহিলা কন্যা এবং পরিবারের অন্যদের সঙ্গে উত্তর সিকিম বেড়াতে গিয়েছিলেন৷ সেখানে যাওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতেই তিনি উত্তর সিকিমের বেশ কিছু জায়গা ঘুরেও বেড়িয়েছেন। উত্তর সিকিমের লাচুংয়ে ফকায় একটি হোটেলে ওঠেন তাঁরা৷ সেখান থেকে বৃহস্পতিবার জিরো পয়েন্টের ইয়ামসংডগ ভ্যালি ঘুরে হোটেলে ফেরেন। লাচুং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৬০০ ফুট উঁচুতে।
সেখানে মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া সেরে তিনি ঘুমোতে যান। হঠাৎই রাত ২টো নাগাদ তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ঘনঘন বমি এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তখনই লাচুংয়ের সেনা মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে৷
এর পরেই খবর দেওয়া স্থানীয় পুলিশ। পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ ময়নাতদন্তের পরে মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়।