Sand Smuggling

বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত আধিকারিকেরা

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ বিএলআরও (মাথাভাঙা ১) রাজা দাশগুপ্তের নেতৃত্বে শিকারপুর এলাকায় রাজ্য সড়কে চালান ও গাড়িতে ক্ষমতার অতিরিক্ত মালবহন করা হচ্ছে কি না, পরীক্ষা চলছিল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৭

—প্রতীকী চিত্র।

পাচার রুখতে যাওয়া সরকারি আধিকারিকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল বালির অবৈধ কারবারিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে কোচবিহারের মাথাভাঙায় মারধরে জখম হয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের কয়েক জন কর্মী। ভাঙচুর করা হয়েছে গাড়িও। হামলা চালিয়ে বালির ডাম্পার নিয়ে পালায় দুষ্কৃতীরা। শনিবার ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে।’’

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ বিএলআরও (মাথাভাঙা ১) রাজা দাশগুপ্তের নেতৃত্বে শিকারপুর এলাকায় রাজ্য সড়কে চালান ও গাড়িতে ক্ষমতার অতিরিক্ত মালবহন করা হচ্ছে কি না, পরীক্ষা চলছিল। সে সময়ে খবর আসে, চালানহীন বালিবোঝাই একটি ডাম্পার মাথাভাঙার দিকে যাচ্ছে। পঞ্চানন মোড় এলাকায় ডাম্পারটি আটকানোর চেষ্টা হয়। কিন্তু ডাম্পারচালক না থেমে পালায়। পিছু ধাওয়া করে রাত সাড়ে ১০টা নাগাদ মাথাভাঙা ২ ব্লকের দোলং মোড় এলাকায় ডাম্পারটিকে আটক করেন সরকারি আধিকারিকেরা।

অভিযোগ, সেখানেই পাচারকারীদের দলটি সরকারি আধিকারিকদের উপরে হামলা করে। আধিকারিকদের বেধড়ক মারধর করে ডাম্পার নিয়ে পালায় তারা। রাজা দাশগুপ্ত বলেন, “অবৈধ ভাবে বালি বোঝাই ডাম্পার আটকাতে গেলে আমাদের উপরে হামলা হয়। সরকারি ভাবে ভাড়া করা গাড়ির সামনেরকাচ ভেঙে দিয়ে ডাম্পার নিয়েপালায় দুষ্কৃতীরা।’’

আরও পড়ুন