SIR in West Bengal

তাঁর স্বামীকে বাবা বানিয়ে ভোটার কার্ড করেছেন প্রতিবেশী! এনুমারেশন ফর্ম দেখে চোখ কপালে বৃদ্ধার

গত ২৭ নভেম্বর চোপড়া বিডিও অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন কমলা সিংহ। অভিযোগ, তাঁর প্রয়াত স্বামী সাল্টুরাম সিংহকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বীরেন সিংহ নামে এক যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৭
Fake Voter

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিবেশী এক যুবক তাঁর স্বামীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। এমনই অভিযোগ নিয়ে বিডিওর দ্বারস্থ হলেন এক বৃদ্ধা। ওই নিয়ে শোরগোল উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মাফিপাড়া গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে বিডিও।

Advertisement

গত ২৭ নভেম্বর চোপড়া বিডিও অফিসে গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন মাফিপাড়ার বাসিন্দা কমলা সিংহ। তাঁর দাবি, প্রয়াত স্বামী সাল্টুরাম সিংহকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বীরেন সিংহ নামে এক যুবক। এত দিন ধরে তাঁর স্বামীর নাম ব্যবহার করে অন্য একজন ভোটার কার্ড পেয়েছেন, তা তিনি জানতেন না। এখন ভোটার তালিকার বিশেষ নিবিড় স‌ংশোধনের প্রক্রিয়ায় ওই ‘ইচ্ছাকৃত ভুল’ তাঁর নজরে এসেছে।

কমলার দাবি, বীরেনকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। তা ছাড়া তাঁর পরিবার বলতে দুই সন্তান। স্বামী মারা গিয়েছেন অনেক আগে। কোনও মুশকিলে পড়তে হবে ভেবে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বৃদ্ধার কথায়, ‘‘আমি বড্ড দুশ্চিন্তায় আছি। প্রশাসনকে অনুরোধ করেছি, বীরেন সিংহের ভোটার কার্ড তৈরির সময় যেন আমার স্বামীর নাম বাদ দেওয়া হয়। ওরা কী করে দেখি।’’

অন্য দিকে, বীরেনের অভিনব যুক্তি, ‘‘আমি ৪০ বছর আগে এই এলাকায় বসবাস শুরু করি। স্থানীয় অভিভাবক হিসাবে এই নাম ব্যবহার করেছিলাম। আর কিছু বলব না।’’

প্রশাসন সূত্রে খবর, অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন