Shoot Out

মালদহে তৃণমূলকর্মীর দেহ উদ্ধারের কয়েক ঘণ্টা পরে আবারও গুলি চলার অভিযোগ, মৃত ১ ব্যবসায়ী

কালিয়াচক থানার ফতেখানি থানার বাসিন্দা আজহার আলি (৫৫) একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ওই সময় কাশিমনগর এলাকায় কয়েক জন দুষ্কৃতী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০০:৩০

—প্রতীকী চিত্র।

মালদহে কালিয়াচকের এক তৃণমূলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনার কয়েক ঘণ্টা পরে ফের গুলি চলার অভিযোগ। মঙ্গলবারের ঘটনায় মৃত্যু হয়েছে এক পাঁপড় বিক্রেতার।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কালিয়াচক থানার ফতেখানি থানার বাসিন্দা আজহার আলি (৫৫) একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ওই সময় কাশিমনগর এলাকায় কয়েক জন দুষ্কৃতী তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। জখম ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে রেফার করা হলে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্যবসায়ীর পথ আটকে টাকাপয়সা ছিনতাই করা হচ্ছিল। তিনি সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাঁকে নিশানা করে দুষ্কৃতীরা। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তির মাথার বাঁ দিকে ফুটো আছে। তা দেখেই মনে করা হচ্ছে গুলি করা হয়ে থাকতে পারে। তবে তা নিশ্চিত নয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, সোমবার থেকে নিখোঁজ থাকার পরে মঙ্গলবার কালিয়াচকের বাসিন্দা তৃণমূলকর্মী তথা কয়লা ব্যবসায়ী ওবায়দুল্লা খানের দেহ উদ্ধার হয়েছিল ইংরেজবাজারের একটি আম বাগান থেকে। তার কয়েক ঘণ্টা পরে ফের গুলি চলার অভিযোগ।

Advertisement
আরও পড়ুন