North Sikkim Accident

১১ জনকে নিয়ে হাজার ফুট নীচে তিস্তায় পড়ল পর্যটকদের গাড়ি! বড় দুর্ঘটনা উত্তর সিকিমে, প্রবল বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

উত্তর সিকিমে প্রবল বৃষ্টি চলছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশা। বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার জলে পড়ে যায় পর্যটকদের একটি গাড়ি। উদ্ধারকাজ চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১০:১০
দুর্ঘটনার পর উত্তর সিকিমে উদ্ধারকাজ চলছে।

দুর্ঘটনার পর উত্তর সিকিমে উদ্ধারকাজ চলছে। —নিজস্ব চিত্র।

উত্তর সিকিমে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে হাজার ফুট নীচে পড়ে গেল পর্যটকদের একটি গাড়ি। তিস্তা নদীতে গাড়িটি পড়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়েরা। রাত থেকে উদ্ধারকাজ চলছে। তবে খারাপ আবহাওয়ার কারণে বার বার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনও অনেকের খোঁজ মেলেনি। উদ্ধার করা গিয়েছে শুধু দু’জনকে। তাঁদের গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ছিলেন পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের বাসিন্দা।

Advertisement

বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের দিকে যাচ্ছিল পর্যটকদের গাড়িটি। ছিলেন মোট ১১ জন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশার পর্যটকদের তিনটি দল ওই গাড়ি ভাড়া করেছিলেন। কিন্তু আবহাওয়া প্রতিকূল ছিল। রাতের রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ভারসাম্য হারিয়ে গাড়িটি খাদের দিকে এগিয়ে যায়। গড়িয়ে পড়ে হাজার ফুট নীচে।

মঙ্গনের পুলিশ সুপার সোনম ডিচু জানিয়েছেন, ভারতীয় সেনা, সিকিম পুলিশ, ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশ (আইটিবিপি) উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সারা রাত ধরে তল্লাশি চলেছে। তবে আবহাওয়া অনুকূল নয়। বার বার বাধা পাচ্ছেন উদ্ধারকারীরা। এখনও পর্যন্ত দু’জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে। কিন্তু বাকিদের খোঁজ মেলেনি।

আহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু তাঁদের অবস্থা সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে আবহাওয়া খারাপ। সিকিমেও প্রবল বৃষ্টি চলছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায়। সিকিমও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে গত কয়েক দিন ধরে উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণও করা হচ্ছিল। তার মাঝেই দুর্ঘটনা।

Advertisement
আরও পড়ুন