Rape case

পাটের খেতে কর্মরত মহিলাকে ধর্ষণের অভিযোগ, স্বরূপনগরে গ্রেফতার ‘নির্যাতিতা’র প্রতিবেশী

পুলিশ সূত্রে খবর, শনিবার স্বরূপনগরের বল্লিরবিল এলাকায় এক মহিলা পাটের জমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুরে এলাকা শুনশান দেখে ওই এলাকারই এক যুবক এবং মহিলার পূর্বপরিচিত এক ব্যক্তি তাঁদে ধর্ষণ করেন বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৬:৫৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাটের খেতে কাজ করতে গিয়ে ধর্ষিত হলেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার স্বরূপনগরের বল্লিরবিল এলাকায় এক মহিলা পাটের জমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুরে এলাকা সুনসান দেখে ওই এলাকারই এক যুবক এবং মহিলার পূর্বপরিচিত এক ব্যক্তি তাঁদে ধর্ষণ করেন বলে অভিযোগ। মহিলার দাবি, মাঠ থেকে তাঁটে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় পাশের ঝোপে। সেখানে তাঁর উপর অত্যাচার চালান গ্রামেরই এক যুবক।

অসুস্থ অবস্থায় কয়েক ঘণ্টা ঝোপেই পড়েছিলেন ওই মহিলা। সন্ধ্যার দিকে কোনও ভাবে তিনি বাড়ি ফেরেন। পরিবার এবং প্রতিবেশীদের পুরো ঘটনার কথা বলার পর তাঁকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন তাঁরা। তবে তার আগে ‘নির্যাতিতা’কে নিয়ে যাওয়া হয়েছিল সারাপুল হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা দেখে বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঘটনাক্রমে মহিলার পরিবারের তরফে স্বরূপনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করে পুলিশ। পাকড়াও করা হয়েছে অভিযুক্তকে।

রবিবার ধৃত ব্যক্তিকে বসিরহাট আদালতে হাজির করানো হয়। পাশাপাশি হাসপাতালে গিয়ে নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ ।

Advertisement
আরও পড়ুন