SIR in West Bengal

বৃহস্পতিবার থেকে এনুমারেশন ফর্ম পাওয়া যাবে অনলাইনেও! কারা পূরণ করতে পারবেন? কী ভাবে? জানিয়ে দিল কমিশন

বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার থেকে অনলাইনে এই ফর্ম পাওয়া যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ২১:৫৯
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইন এনুমারেশন ফর্ম পাওয়া যাবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইন এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৃহস্পতিবার থেকে অনলাইনেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন, কী ভাবে করবেন, জানিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক মিলবে। এ ছাড়া, কমিশনের একটি অ্যাপও রয়েছে এই কাজের জন্য।

Advertisement

বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। কমিশন জানিয়েছে, যাঁরা বিএলওদের কাছ থেকে সশরীরে ফর্মটি নিতে পারছেন না, তাঁরা অনলাইন ফর্ম পূরণ করে জমা দিতে পারেন। মূলত, কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন, তাঁদের জন্য এই ব্যবস্থা। মঙ্গলবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছিল, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। বুধবার অনলাইনে ফর্ম পাওয়ার দিন ঘোষণা করা হল।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে (https://ceowestbengal.wb.gov.in/) অনলাইন এনুমারেশন ফর্ম মিলবে। কমিশনের অ্যাপ ইসিআইনেট-এ গিয়েও কেউ চাইলে ওই ফর্ম পূরণ করতে পারেন। কমিশনের এক সিনিয়র আধিকারিকের কথায়, ‘‘ফর্মগুলি অনলাইনে চলে এলে, যাঁরা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন। প্রথমে ফর্মটি ডাউনলোড করতে হবে। বিএলওদের সামনে বসে অফলাইন মাধ্যমে যে ভাবে ফর্ম পূরণ করতে হত, সে ভাবেই অনলাইনে করতে হবে। এর পর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে।’’

ইতিমধ্যে রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বিএলওকে এসআইআর-এর কাজে নিয়োগ করেছে কমিশন। তাঁরা বাড়ি বাড়ি ঘুরছেন, ফর্ম বিলি করছেন এবং ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা পর্যন্ত রাজ্যে ১ কোটি ১০ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। বিএলওদের কাজ পর্যবেক্ষণ এবং ভোটারদের সাহায্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এজেন্ট (বিএলএ) নিয়োগ করেছে।

Advertisement
আরও পড়ুন