Public Service Commission

স্থায়ী নিয়োগে দ্রুত পদক্ষেপ, দাবি পিএসসি-র

পিএসসি-র দাবি, ২০২২ সালের ডব্লিউবিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত। মোট ১৫৩ জন প্রার্থী গ্রুপ এ পদে এবং ৫ জন প্রার্থী গ্রুপ বি পদে নির্বাচিত হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ০৮:৪২

রাজ্য সরকারের প্রায় প্রত্যেক মন্ত্রিসভার বৈঠকেই কিছু সংখ্যক শূন্যপদ তৈরির প্রস্তাব পাশ হয়ে থাকে। কিন্তু বিরোধীদের পাল্টা অভিযোগ, স্থায়ী নিয়োগ হচ্ছে না। বরং চুক্তিভিত্তিক কর্মীদের দিয়েই কাজ চালাচ্ছে সরকার। ফলে স্থায়ী পদের শূন্যতা থেকে যাচ্ছে যথারীতি। এই পরিস্থিতিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দাবি, বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী নিয়োগের ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে দ্রুত।

পিএসসি-র দাবি, ২০২২ সালের ডব্লিউবিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত। মোট ১৫৩ জন প্রার্থী গ্রুপ এ পদে এবং ৫ জন প্রার্থী গ্রুপ বি পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পিএসসি সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল শাখার জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ফলাফল প্রকাশ হবে শীঘ্রই। এর আগে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ও জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে যথাক্রমে ৭০ এবং ৬৪টি পদের ফলাফল প্রকাশিতহয়ে গিয়েছে।

শীঘ্রই জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে প্রায় ৮৫০টির ফলাফল প্রকাশ করবে পিএসসি। পিএসসি মিসলেনিয়াস এবং ২০২৩ সালের ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ রয়েছে এই সূত্রে। এ ছাড়া আরও বিভিন্ন পদে ৫৩৬টি নিয়োগের ছাড়পত্র পেয়েছে পিএসসি। আগামী জুলাই মাসে আরও ১৬৮টি পদের ছাড়পত্র পাওয়া যাবে বলে কমিশন সূত্রের দাবি।

আরও পড়ুন