CPM Protest

মাদুরো: বাম-বিক্ষোভ ভারতে, ডাক সংহতিরও

মাদুরো ও লাতিন আমেরিকার জনতার প্রতি সংহতির ডাক দিয়ে পাঁচ বাম দল দিল্লিতে যন্তর মন্তরে যৌথ বিক্ষোভ দেখিয়েছে। তাদের বক্তব্য, ‘রাষ্ট্রপুঞ্জের সনদ লঙ্ঘন করে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৮:২৩
ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বাম দলগুলির বিক্ষোভ। দিল্লিতে।

ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে বাম দলগুলির বিক্ষোভ। দিল্লিতে। —নিজস্ব চিত্র।

আমেরিকার হাতে ভেনেজ়ুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের গ্রেফতার হওয়ার ঘটনার তীব্র নিন্দা করে রবিবার দিল্লি থেকে কলকাতা, নানা জায়গায় বিক্ষোভের ঝাঁঝ বাড়াল ভারতের বিভিন্ন বাম দল। সিপিএম, সিপিআই (এম-এল) লিবারেশন, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক যৌথ বিবৃতি দিয়ে আমেরিকার পদক্ষেপের কড়া নিন্দা করার জন্য ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছে।

মাদুরো ও লাতিন আমেরিকার জনতার প্রতি সংহতির ডাক দিয়ে পাঁচ বাম দল দিল্লিতে যন্তর মন্তরে যৌথ বিক্ষোভ দেখিয়েছে। তাদের বক্তব্য, ‘রাষ্ট্রপুঞ্জের সনদ লঙ্ঘন করে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভেনেজ়ুয়েলার তেল-ভান্ডার দখল করা হবে। ফলে আগ্রাসনের নেপথ্যে কারণ স্পষ্ট।’ আমেরিকার পদক্ষেপের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে বামেরা। তাদের দাবি, ‘বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এক যোগে ভারত সরকারকেও আমেরিকার আগ্রাসনের নিন্দা করে দৃঢ় ভাবে ভেনেজ়ুয়েলার পাশে দাঁড়াতে হবে।’

প্রসঙ্গত, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে ভারত সরকার। এই পরিস্থিতিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বলেছেন, “আমেরিকা যে মাদক-কারবার রোখার কথা বলছে, সেটা আসলে নয়। মূল লক্ষ্য, ভেনেজ়ুয়েলার সোনা, তেল, খনিজ সম্পদ দখল করা।” আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্যেরও বক্তব্য, “আমেরিকা আসলে ভেনেজ়ুয়েলায় জাতীয়করণ হওয়া তেল সম্পদকে নিয়ন্ত্রণে নিতে চায়।” দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে। এসইউসি দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যের নেতৃত্বে এ দিন কাঁথিতে বিক্ষোভ দেখিয়েছে। বিভিন্ন বাম দল আজ, সোমবার ধর্মতলায় জমায়েত এবং আমেরিকার তথ্যকেন্দ্রের অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

আরও পড়ুন