Fire at Bolpur

এসি ফেটে অগ্নিকাণ্ড বোলপুরের আবাসনে! মৃত দুই, জখম অন্তত চার জন, আগুন-আতঙ্ক এলাকায়

স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় বোলপুরের বাঁধগোড়া এলাকায় সাঁঝবাতি নামে একটি আবাসনে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে আবাসনের দ্বিতলে আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪
fire

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বীরভূমের বোলপুরে একটি আবাসনে অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু’জনের। জখম অন্তত চার জন। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় বোলপুরের বাঁধগোড়া এলাকায় সাঁঝবাতি নামে একটি আবাসনে আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে আবাসনের দ্বিতলে আগুন ছড়িয়ে পড়ে। তাতে ওই আবাসনের বাসিন্দারা আটকে পড়েন। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। প্রাথমিক ভাবে স্থানীয়েরা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন যায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। তার পরে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

আগুন নেভানোর চেষ্টার সঙ্গে সঙ্গে আবাসনের বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা শুরু হয়। বড় সিঁড়ি ব্যবহার করে আবাসনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করা হয়। তবে অগ্নিদগ্ধ হন দুই শিশু-সহ মোট চার জন। গুরুতর আহত অবস্থায় তাঁদের সবাইকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু দু’জনের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রের খবর।

জানা যাচ্ছে, আবাসনের একটি বাতানুকূল যন্ত্র বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন এতটাই ভয়াবহ ছিল যে, আবাসনে থাকা একটি স্কুটি পুড়ে যায়। সেখান থেকে অন্যত্র আগুন ছড়ায়। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, দমকল এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি।

Advertisement
আরও পড়ুন