Torture

স্ত্রীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, তদন্ত শুরু করল পুলিশ

অভিযোগ, মত্ত অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধর করেছিলেন রঞ্জিত। এর পরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁর স্ত্রীর চিকিৎসা করা হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ০২:১৫
অভিযোগ, আগেও একাধিক বার স্ত্রীর উপর শারীরিক নিগ্রহ চালিয়েছেন কাউন্সিলর।

অভিযোগ, আগেও একাধিক বার স্ত্রীর উপর শারীরিক নিগ্রহ চালিয়েছেন কাউন্সিলর। —প্রতীকী চিত্র।

এক কাউন্সিলরের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ। দীর্ঘ দিন ধরে নিজের স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রাজপুর-সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান পারিষদ সদস্য রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Advertisement

অভিযোগ, মত্ত অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধর করেছিলেন রঞ্জিত। এর পরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁর স্ত্রীর চিকিৎসা করা হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, মারধরের এই ঘটনা নতুন নয়। আগেও একাধিক বার স্ত্রীর উপর শারীরিক নিগ্রহ চালিয়েছেন ওই কাউন্সিলর। বৃহস্পতিবার ‘নির্যাতিতা’ নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

থানা সূত্রে খবর, আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলেই জানা গিয়েছে। অন্যদিকে, অভিযুক্তের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন