RG Kar Incident

‘মিথ্যা বিবৃতি’র জন্য মানহানির মামলা করেছেন কুণাল ঘোষ! শুনে কী বললেন আরজি করের নির্যাতিতার পিতা, কোর্টে যাবেন?

কুণাল জানিয়েছেন, নির্যাতিতার পিতার বিরুদ্ধে আইনজীবী মারফত তিনি কলকাতার মুখ্য বিচারবিভাগীয় আদালতে (ব্যাঙ্কশাল কোর্ট) মামলা করেছেন। আদালতের নোটিসের ছবি পোস্ট করে কুণাল জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নির্যাতিতার বাবা বা তাঁর আইনজীবীকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১১:৫৮
আরজি করের নির্যাতিতার পিতার বিরুদ্ধে মানহানির মামলা কুণাল ঘোষের।

আরজি করের নির্যাতিতার পিতার বিরুদ্ধে মানহানির মামলা কুণাল ঘোষের। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ তুলে আরজি করের নির্যাতিতার পিতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে কুণাল জানিয়েছেন, নির্যাতিতার পিতার বিরুদ্ধে আইনজীবী মারফত তিনি কলকাতার মুখ্য বিচারবিভাগীয় আদালতে (ব্যাঙ্কশাল কোর্ট) মামলা করেছেন। আদালতের নোটিসের ছবি পোস্ট করে কুণাল জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নির্যাতিতার বাবা বা তাঁর আইনজীবীকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Advertisement

কুণাল এই পোস্ট করার পরেই আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল নির্যাতিতার পিতার সঙ্গে। তিনি জানান, এখনও আদালতের নোটিস হাতে পাননি। কুণাল পোস্টে লিখেছেন, “যেহেতু উনি (নির্যাতিতার পিতা) বিবৃতি দিয়েছেন, যেহেতু উনি আদালত থেকে বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান করেন, সর্বত্র যান, তাই আশা করব এখন কোর্ট না-এড়িয়ে নিজে আসবেন।” এই প্রসঙ্গ উল্লেখ করে নির্যাতিতার বাবাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোর্টে যাবেন কি না। নির্যাতিতার পিতা বলেন, “উনি (কুণাল) বললেই তো সেটা হবে না। আমাদের আইনজীবী যাবেন।”

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে নির্যাতিতার পিতা বলেছিলেন, “সিবিআই ঘুষ খেয়ে তদন্ত নষ্ট করছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল (রফা) করেছে।" ওই মন্তব্য সংবলিত ভিডিয়ো পোস্ট করে আগেই নির্যাতিতার পিতার বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল। গত ১১ অগস্টের ওই পোস্টে কুণাল লিখেছিলেন, “মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সে সব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এ ভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন তথ্যে?”

তার পরের দিনই এই বিষয়ে আরও একটি পোস্ট করেন কুণাল। সেই পোস্টে কুণাল লিখেছিলেন, “উনি (নির্যাতিতার পিতা) ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে।” কুণাল সে দিন এ-ও জানিয়েছিলেন যে, তাঁর আইনজীবী নির্যাতিতার পিতাকে নোটিস দিয়েছেন। চার দিন সময় দেওয়া হয়েছে। তার পর উল্টো দিক থেকে জবাব না-এলে মামলা করা হবে বলে জানিয়েছিলেন কুণাল।

নির্যাতিতার পিতা অবশ্য জানিয়েছেন, তাঁদের কাছে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে। সেগুলি তাঁরা আদালতে জমা দেবেন। এই কারণে কুণাল আতঙ্কে রয়েছেন বলেও দাবি করেন নির্যাতিতার পিতা। এই প্রসঙ্গে কুণালকে ‘ফালতু লোক’ বলে অভিহিত করে তিনি বলেন, “উনি মামলা করেছেন। আমরা কি ছেড়ে দেব?” পুরনো দাবি থেকে এখনও সরছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সশরীরে হাজিরা প্রসঙ্গে নির্যাতিতার পিতার সংযোজন, “যেখানে আমাদের যাওয়ার প্রয়োজন, সেখানে অবশ্যই যাই। যেখানে প্রয়োজন নেই, যাই না। ফালতু কাজে সময় নষ্ট করার সময় নেই আমাদের।”

Advertisement
আরও পড়ুন