নবান্ন অভিযানের প্রস্তুতি সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইসিসিআর-এ। —নিজস্ব চিত্র।
আর জি কর-কাণ্ডের বর্যপূর্তিতে, ৯ অগস্ট ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে’র ব্যবস্থাপনায় দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযানের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার সেই অভিযান উপলক্ষে বৃহস্পতিবার একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হল। ওয়েবসাইটে ‘স্বেচ্ছাসেবক’ ও ‘যোগদানকারী’ হিসেবে নাম-পরিচয় নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছেন আয়োজকেরা। অভিযানের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত আইসিসিআর-এ সভায় যোগ দিয়ে এ দিন অভিযান সফল করার আহ্বান জানিয়েছেন আর জি করের নিহত ছাত্রীর বাবা-মা। প্রশাসনকে নিশানা করে নিহতের বাবা বলেছেন, “একটা সুরক্ষিত জায়গায় মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটেছে। যাঁদের সুরক্ষা দেওয়ার কথা ছিল, সেই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কলকাতার নগরপাল সম্পূর্ণ ব্যর্থ!” এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, আর জি কর-আন্দোলনের সময়ে ‘অরাজনৈতিক তকমা’ দিয়ে তাঁদের দূরে সরিয়ে রাখতে মমতাই নানা কাজ করিয়েছিলেন। এই সূত্র ধরেই বিরোধী দলনেতা জানিয়েছেন, ৯ অগস্ট ডোরিনা ক্রসিং ও সাঁতরাগাছিতে জমায়েত হবে। কিন্তু যাঁরা বিজেপির লোকজনের সঙ্গে থাকতে স্বচ্ছন্দ নন, তাঁরা এই দু’টি জায়গার বাইরে অন্যত্র জড়ো হয়ে এই অভিযানে যোগ দিতে পারেন। সভায় আর জি করের ঘটনার দিনের ‘অভিজ্ঞতা’র কথা বলে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচীও।