Maheshtala

ট্রাকের চাকার তলায় পিষে গেল ১১ বছরের বালক! বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়

অভিযোগ, ওই এলাকায় প্রতি দিনই বিশাল আকারের ভারী যানবাহনগুলি অনিয়ন্ত্রিত ভাবে বেপরোয়া গতিতে চলাচল করে। এলাকার রাস্তাগুলি সরু হওয়ায় সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৩২
দুর্ঘটনাস্থলের দৃশ্য।

দুর্ঘটনাস্থলের দৃশ্য। — নিজস্ব চিত্র।

ভরদুপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়! ট্রাকের চাকার তলায় পিষে গেল ১১ বছরের বালক। দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিশুমৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরাও।

Advertisement

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ মহেশতলা থানার অন্তর্গত বরকনতলা পুটখালি ৩০ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, নিহত বালকের নাম উজ্জ্বল মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সে সময় এক বন্ধুর সঙ্গে সাইকেলে চড়ে ফুলবাগান থেকে বাড়ির দিকে ফিরছিল উজ্জ্বল। আচমকা একটি ১৬ চাকার ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে সজোরে তাদের সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় উজ্জ্বলের। তবে তার সঙ্গী অন্য শিশুটি কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছে।

ওই ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীদের একাংশ। অভিযোগ, ওই এলাকায় প্রতি দিনই বিশাল আকারের ভারী যানবাহনগুলি অনিয়ন্ত্রিত ভাবে বেপরোয়া গতিতে চলাচল করে। এলাকার রাস্তাগুলি সরু হওয়ায় সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে। এ নিয়ে একাধিক বার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী পদক্ষেপ করা হয়নি বলেই দাবি স্থানীয়দের। তাই শিশুমৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। প্রশাসনের কাছে তাঁদের দাবি, অবিলম্বে ভারী যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মহেশতলা থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আশ্বাস দেয়, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককেও।

Advertisement
আরও পড়ুন