Supreme Court

প্রধান বিচারপতি খন্নার অবসর! মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হবে না সুপ্রিম কোর্টে

আগামী মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হবে না সুপ্রিম কোর্টে। শুনানির তালিকায় আরজি কর মামলার উল্লেখ নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ২০:৩৮
আরজি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

আরজি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আগামী মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হবে না সুপ্রিম কোর্টে। শুনানির তালিকায় আরজি কর মামলার উল্লেখ নেই। আদালত সূত্রে খবর, ওই দিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার অবসর গ্রহণ। সেই কারণেই মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হবে না।

Advertisement

আরজি কর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই সময়ে পরিবারের আর্জি শুনতে চায়নি হাই কোর্ট। এর আগের শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাই কোর্ট। হাই কোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানিয়ে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খন্না।

তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। তাই পরিবারের সদস্যেরা চাইছেন, মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ-খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাই কোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি। বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয়। সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার।

Advertisement
আরও পড়ুন