West Bengal Weather Update

আবার নামতে পারে পারদ, দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝে তাপমাত্রা কমার পূর্বাভাস, উত্তরে কেমন আবহাওয়া?

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি বেশি। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১০:১৮
Temperature will drop and rise over the next few days in West Bengal

কলকাতায় আগামী কয়েক দিন মনোরম আবহাওয়ার পূর্বাভাস। —ফাইল চিত্র।

উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়ে তাপমাত্রার ওঠানামা চলবে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে তাপমাত্রা একই রকম থাকবে। সপ্তাহের মাঝে আবার কিছুটা নামতে পারে পারদ। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় গত সপ্তাহে ঝড়বৃষ্টি হয়েছে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গে।

Advertisement

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।

তাপমাত্রা কমলেও শীত ফেরার সম্ভাবনা আর নেই। বরং দক্ষিণের জেলাগুলিতে বসন্তের আমেজ দেখা দিতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসেও সেই ইঙ্গিত রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে। যদিও বেলা বাড়লে সর্বত্র গরমও বৃদ্ধি পাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। আবহবিদদের মতে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। ক্রমে বাড়বে গরম।

মলদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত লক্ষদ্বীপ পর্যন্ত। এ ছাড়াও অসমে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু এগুলির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আপাতত বাংলার উপরে পড়ছে না।

Advertisement
আরও পড়ুন