DA Case

মহার্ঘভাতা প্রসঙ্গে ‘মহাপ্রশ্ন’ তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার

মহার্ঘভাতা নিয়ে আদালতের নির্দেশের বেশ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হতে পারে রাজ্যের তরফে। উল্লেখ্য, শীর্ষ আদালতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০০:৪৪
বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে।

বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সরকারি কর্মীদের মহার্ঘভাতা কী ভাবে মেটাতে হবে, সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। বুধবার নবান্ন সূত্রে এমনটা জানা গিয়েছে।

Advertisement

নবান্নের ওই সূত্রের মতে, আদালতের নির্দেশের পরে সরকারি কর্মচারীদের বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছিল রাজ্য সরকার। তা করতে গিয়েই অর্থ দফতরের কর্তারা মনে করছেন, বিশেষ কিছু দিকের সবিস্তার ব্যাখ্যা পাওয়া গেলে আদালতের নির্দেশ পালন করতে সরকারের সুবিধা হবে। তাই মহার্ঘভাতা নিয়ে আদালতের নির্দেশের বেশ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হতে পারে রাজ্যের তরফে। উল্লেখ্য, শীর্ষ আদালতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে।

সূত্রের খবর, বেশ কিছু নির্দেশের ‘মডিফিকেশন’ চেয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তবে ২৫ শতাংশ হারে মহার্ঘভাতা নিয়ে আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশ পুনর্বিবেচনার জন্য কোনও আবেদন জানানো হচ্ছে না। যদিও সরকারি কর্মীদের একাংশ মনে করছেন, এ সব শুধুমাত্র রাজ্য সরকারের ‘কৌশল’। আসলে সরকার ডিএ দেওয়ার সময় বিলম্বিত করতে চাইছে শুধু।

২০২২ সালের ২০ মে রাজ্যকে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রের সমান হারে ৩১ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার জন্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। চলতি বছরের ১৬ মে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল বকেয়ার ২৫ শতাংশ মহার্ঘভাতা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন