News Of The Day

রাজ্যে কমিশনের প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর সঙ্গে হরমনপ্রীতদের সাক্ষাৎ। শুভমনদের প্রস্তুতি। আর কী

এসআইআর খতিয়ে দেখতে দিল্লি থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল যাবে উত্তরবঙ্গে। প্রতিনিধিদলে থাকবেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রাজ্যে এসআইআরের আজ দ্বিতীয় দিন। আজ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। এসআইআর খতিয়ে দেখতে দিল্লি থেকে ওই দল যাবে উত্তরবঙ্গে। প্রতিনিধিদলে থাকবেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশী। শুক্রবার পর্যন্ত তাঁরা রাজ্যে থাকবেন। উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এসআইআর পর্যালোচনা করবে কমিশনের প্রতিনিধিদল। বুথ লেভেল অফিসারদের কাজ খতিয়ে দেখবে তারা।

বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার হরমনপ্রীত কৌরেরা মুম্বই থেকে দিল্লি পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ক্রিকেটারেরা যে যাঁর বাড়ি ফিরবেন। ভারতের মহিলা ক্রিকেট দলের সব খবর আজ নজরে থাকবে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ করেছেন, তার অধিকাংশই বেআইনি বলে জানিয়েছিল নিউ ইয়র্কের আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে গিয়েছে। আজ আমেরিকার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। সেখানে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

রবিবার জিতে টি-টোয়েন্টি সিরিজ়ে সমতা ফিরিয়েছেন সূর্যকুমার যাদবেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ বৃহস্পতিবার। এর মধ্যে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। পরিবর্তন হয়েছে অস্ট্রেলিয়া দলেও। ভারতীয় শিবিরের সব খবর।

ঘূর্ণিঝড় মোন্থা যেতে না-যেতেই নতুন করে হাজির হয়েছে আর এক নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র। হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

হরমনপ্রীত কৌরেরা এক দিনের বিশ্বকাপ জেতার পর মহিলাদের ক্রিকেট নিয়ে উৎসাহ বৃদ্ধি পেয়েছে। আগ্রহ বেড়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়েও। আগামী মরসুমের জন্য কোন ক্রিকেটারদের ধরে রাখা হচ্ছে, তা বুধবারের মধ্যে জানাতে হবে ডব্লিউপিএলের দলগুলিকে। মেয়েদের আইপিএলের রিটেনশনের সব খবর।

দুবাইয়ে চার দিনের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৈঠকেই নিষ্পত্তি হতে পারে এশিয়া কাপের ট্রফি বিতর্কের। দুবাইয়ে সূর্যকুমার যাদবের ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি এখনও হাতে পায়নি ভারতীয় দল। কারণ, পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবেন না বলে সূর্যরা সে দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। থাকবে সব খবর।

Advertisement
আরও পড়ুন