Economic Survey Report

পশ্চিমবঙ্গের চেয়ে বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা! বলছে কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে যে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন তাতে বলা হয়েছে ২০২৩-২৪ সালে রাজ্যের এনএসডিপি ছিল ১৪.৮৫ লক্ষ কোটি টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২২:০৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বৃহস্পতিবার সংসদে প্রকাশিত আর্থিক সমীক্ষা রিপোর্ট (২০২৫-২৬) জানাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন (এনএসডিপি) ৯.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই রিপোর্টে রাজ্যের আর্থিক বৃদ্ধিকে স্বীকার করে নেওয়া হলেও পড়শি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

গত অর্থবর্ষে (২০২৩-২৪) পশ্চিমবঙ্গে এনএসডিপি বৃদ্ধির হাপ ছিল ৮.৯৪ শতাংশ। তার তুলনায় ভালো হলেও, তামিলনাড়ু (১৫.৭৬ শতাংশ) ও উত্তরপ্রদেশের (১২.৬৪ শতাংশ) মতো বড় রাজ্যগুলির তুলনায় এখনও বৃদ্ধির হারে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে যে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন তাতে বলা হয়েছে ২০২৩-২৪ সালে রাজ্যের এনএসডিপি ছিল ১৪.৮৫ লক্ষ কোটি টাকা।

নির্মলার রিপোর্ট জানাচ্ছে, ২০২৪-২৫ সালে বিহারের এনএসডিপি বৃদ্ধি ১৩.০৭ শতাংশ, ওড়িশায় ১৩.০৪ শতাংশ, ঝাড়খণ্ডে ১০.৮৮ শতাংশ। অর্থাৎ পূর্ব ভারতের তিন পড়শি রাজ্যের তুলনায় এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে, উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় ভালো অবস্থায় রয়েছে এ রাজ্য। এনএসডিপি বৃদ্ধি পঞ্জাব (৯.১২ শতাংশ এবং দিল্লির (৯.২৮ শতাংশ) চেয়ে বেশি। অন্যান্য রাজ্যগুলির মধ্যে, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে যথাক্রমে ১২.৭৯ শতাংশ এবং ১২.২৮ শতাংশ এনএসডিপি বৃদ্ধি হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে। প্রসঙ্গত, ২০২১-২২ সালে অতিমারি-পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গের এনএসডিপি বৃদ্ধির হার ছিল ১৭.৫৫ শতাংশ।

Advertisement
আরও পড়ুন