Rafale Fighter Jet

গ্রিসে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত চার চিনা, গোপনে রাফালের ছবি তোলার ‘উদ্দেশ্য’ কি ছিল ভারত?

গ্রিসের পুলিশ জানিয়েছে, ধৃত চার জন টানাগ্রা শহরের অদূরে ‘হেলেনিক অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি’ (এইচএআই) চত্বর লাগোয়া একটি সেতুর উপর উঠে রাফাল যুদ্ধবিমান এবং তাতে ব্যবহৃত অস্ত্রসম্ভারের ছবি তুলেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:২৪
4 Chinese arrested in Greece for clicking photos of Rafale fighter jets

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গোপনে রাফাল যুদ্ধবিমানের ছবি তুলতে গিয়ে গ্রিসে গ্রেফতার হলেন এক মহিলা-সহ চার চিনা নাগরিক। তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। ঘটনার জেরে গ্রিসের সামরিক গোয়েন্দা সংস্থা সে দেশের বায়ুসেনা ঘাঁটি এবং বিমান নির্মাণ ও মেরামতি কেন্দ্রগুলিতে ‘উচ্চপর্যায়ের সতর্কবার্তা’ জারি করেছে।

Advertisement

গ্রিসের পুলিশ জানিয়েছে, ধৃত চার জন টানাগ্রা শহরের অদূরে ‘হেলেনিক অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি’ (এইচএআই) চত্বর লাগোয়া একটি সেতুর উপর উঠে রাফাল যুদ্ধবিমান এবং তাতে ব্যবহৃত অস্ত্রসম্ভারের ছবি তুলেছিলেন। সে সময় গ্রিক বায়ুসেনার নিরাপত্তারক্ষীরা তাঁদের পাকড়াও করেন। এইচএআই চত্বরেই রয়েছে বিমান মেরামতি কেন্দ্র এবং গ্রিক বায়ুসেনার ‘১১৪তম কমব্যাট উইং’-এর ঘাঁটি।

কেন ওই চিনা নাগরিকেরা নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর ওই জায়গার ছবি তুলছিলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাচক্রে, ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন নির্মিত রাফাল ভারতীয় বায়ুসেনার আধুনিকতম যুদ্ধবিমান। ‘অপারেশন সিঁদুর’-পর্বে পাক জঙ্গিঘাঁটিতে হামলার সময় রাফাল ব্যবহার করা হয়েছিল। ‘ভারত’কে নিশানা করেই চিনা গুপ্তচরেরা রাফালের খুঁটিনাটি জানতে সক্রিয় কি না,তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর দাসো কর্তৃপক্ষ অভিযোগ তুলেছিলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার চালিয়ে রাফালের সুনাম নষ্ট করার চেষ্টা’ করছে চিন।

Advertisement
আরও পড়ুন