Pakistan First Lady Aseefa Bhutto Zardari

জনতার হাতে আক্রান্ত পাক প্রেসিডেন্টের কন্যা আসিফা ভুট্টো জ়ারদারির কনভয়! খাল প্রকল্প বন্ধের দাবিতেই বিক্ষোভ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা আসিফা পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-র নেত্রী। প্রথা ভেঙে পাকিস্তানের বর্তমান ‘ফার্স্ট লেডি’ও আসিফাই। তাঁর কনভয় লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ২২:০২
আসিফা ভুট্টো জ়ারদারি।

আসিফা ভুট্টো জ়ারদারি। — ফাইল চিত্র।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারির কন্যা আসিফা ভুট্টোর কনভয়ে হামলার চেষ্টা! শুক্রবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। ঘটনায় এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে।

Advertisement

প্রেসিডেন্ট জ়ারদারি এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা আসিফা পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-র নেত্রী। প্রথা ভেঙে প্রেসিডেন্টের স্ত্রীর প্রয়াণের পর পাকিস্তানের বর্তমান ‘ফার্স্ট লেডি’ হয়েছেন কন্যা আসিফাই। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাচ্ছিলেন আসিফা। ওই সময় সিন্ধু খাল প্রকল্প বন্ধের দাবিতে বিক্ষোভ চলছিল। মাঝরাস্তায় জামশোরো টোল প্লাজ়ার কাছে তাঁর কনভয় থামান বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট-কন্যার কনভয়ে হামলারও চেষ্টা হয় বলে অভিযোগ। কেউ কেউ লাঠি নিয়ে কনভয়ের উপর চড়াও হন। এর জেরে জাতীয় সড়কে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে নিরাপত্তাবাহিনী। উত্তেজিত জনতাকে সরিয়ে আসিফার গাড়িটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

ওই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জামশোরোর এসএসপি জাফর সিদ্দিকী বলেন, ‘‘গত কাল (শুক্রবার) আসিফা ভুট্টো কনভয়-সহ নবাবশাহে যাচ্ছিলেন। সে সময় জামশোরো টোল প্লাজ়ার কাছে তাঁর কনভয় থামায় এক দল উত্তেজিত জনতা। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মিনিটখানেকের মধ্যেই ফের গন্তব্যে রওনা দেয় প্রেসিডেন্ট-কন্যার কনভয়।’’ পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই সময় জাতীয় সড়কের উপর সিন্ধু খাল প্রকল্প বন্ধের দাবিতে প্রতিবাদ করছিলেন এক দল ব্যক্তি। তাঁরাই আসিফার গাড়ি লক্ষ্য করে হামলা করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েক জনকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে।

উল্লেখ্য, সিন্ধ প্রদেশে মরু এলাকার মধ্যে চোলিস্তান খাল প্রকল্পের কাজ চালাচ্ছিল শরিফ প্রশাসন। অথচ সংশ্লিষ্ট প্রকল্পটি নিয়ে প্রবল আপত্তি ছিল তাঁরই সরকারের অন্যতম বড় জোট শরিক পাকিস্তান পিপল্‌স পার্টির (পিপিপি)। তাঁদের বিরোধিতার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সিন্ধ প্রদেশের বিস্তীর্ণ এলাকা। চাপের মুখে খাল প্রকল্প স্থগিত রাখা হলেও এখনও বিক্ষোভ থামেনি।

Advertisement
আরও পড়ুন