Bangladesh general election

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামাত: গণভোট-বিতর্কে বিএনপি! কমিশন বলল ভোট ফেব্রুয়ারিতেই

বাংলাদেশের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ শুক্রবার জানিয়েছেন, কমিশন নির্বাচনের আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ‘‘ফেব্রুয়ারির গোড়াতেই জাতীয় সংসদের নির্বাচন হতে পারে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৮:২৪
Disagreement between BNP and Bangladesh Jamaat-e-Islami increased on referendum and general election

—প্রতীকী চিত্র।

জাতীয় সংসদের নির্বাচনের আগে গণভোটের দাবি ঘিরে এ বার সম্মুখসমরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামি’ (‘জামাত’ নামেই যা পরিচিত) এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার সমাবেশে নিশানা করেছেন, জামাত-সহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে।

Advertisement

নয়াপল্টন এলাকার ওই সমাবেশে আলমগীর বলেন, ‘‘একটি রাজনৈতিক দল কয়েকটি দলকে নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট করানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। এ ভাবে দু’টি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। যারা নির্বাচনের আগে গণভোট চাইছে, তারা এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে।’’ বিএনপি জাতীয় সংসদের ভোটের দিনেই গণভোট চায় বলেও জানিয়েছেন তিনি।

১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশ সেনার একাংশ অভ্যুত্থান ঘটিয়ে সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দি করেছিল। ৭ নভেম্বর জিয়া অনুগামী সেনারা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে বিদ্রোহী নেতাদের হত্যা করে। বস্তুত, তার পরেই বাংলাদেশ রাজনীতিতে ধীরে ধীরে ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন জিয়া। এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেন বিএনপি নেতৃত্ব। স‌েই সভা থেকেই আলমগীর-সহ বিএনপি নেতারা নিশানা করেন জামাত ও তার সহযোগীদের। ঘটনাচক্রে, শুক্রবারই বাংলাদেশের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, কমিশন নির্বাচনের আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ‘‘ফেব্রুয়ারির গোড়াতেই জাতীয় সংসদের নির্বাচন হতে পারে।’’

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নির্দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন করানোর জন্য তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। কিন্তু জুলাই সনদ গণভোট নিয়ে এখনও কিছুই ঘোষণা করেননি ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান নিয়ে বৃহস্পতিবার সকালে উষ্মা প্রকাশ করেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মহম্মদ তাহের। তিনি বলেন, ‘‘সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে। ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে, কিন্তু গণভোটের তারিখ ঘোষণা হচ্ছে না। নির্বাচনের আগে গণভোট করাতে হবে।’’ তাঁর ওই মন্তব্যের পরেই গণভোট ঘিরে বিএনপি-জামাত সংঘাতে প্রকাশ্যে এসেছে।

Advertisement
আরও পড়ুন