Israel-Hamas Conflict

গাজ়ার জন্য শান্তিকমিটি গড়লেন ট্রাম্প, রয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার, মার্কিন বিদেশসচিব রুবিয়ো

প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ায় স্থায়ী সংঘর্ষবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার শুক্রবার ‘বোর্ড অফ পিস’ গঠন করেছে। তার প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন দু’জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৭
(বাঁ দিক থেকে) টনি ব্লেয়ার, ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিয়ো।

(বাঁ দিক থেকে) টনি ব্লেয়ার, ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিয়ো। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় শুরুর কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যালেস্টাইনি ভূখণ্ডে স্থায়ী সংঘর্ষবিরতির লক্ষ্যে তাঁর সরকার শুক্রবার ‘বোর্ড অফ পিস’ গঠন করা হয়েছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি জানাচ্ছে, ওই শান্তিকমিটিতে রয়েছে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তাঁরা দু’জন কমিটির প্রতিষ্ঠাতা সদস্য।

Advertisement

এ ছাড়া ‘বোর্ড অফ পিস’-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। প্রসঙ্গত, গত অক্টোবরে মিশরে প্রথম দফার সংঘর্ষবিরতির লক্ষ্যে আয়োজিত বৈঠকে মধ্যস্থতাকারী হিসাবে হাজির ছিলেন কুশনার। আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মার্ক রোয়ান, বিশ্বব্যাঙ্কের প্রধান অজয় বাঙ্গা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েলও ওই নির্বাহী বোর্ডে থাকবেন। হোয়াইট হাউস জানিয়েছে, সাময়িক ভাবে গাজ়া পরিচালনার বিষয়টির তত্ত্বাবধান এবং এর পুনর্গঠন কার্যক্রমের ব্যবস্থাপনা করবে এই বোর্ড।

২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরে টানা দু’বছর ধরে গাজ়াকে ধ্বংস করেছে ইজ়রায়েলি ফৌজ। মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি সাধারণ প্যালেস্টাইনি নাগরিকের। শেষ পর্যন্ত গত ১০ অক্টোবর ট্রাম্প সরকারের মধ্যস্থতা এবং কাতার, মিশরের মতো দেশগুলির উদ্যোগে যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়েছিল। চুক্তি মেনে জেলবন্দি কিছু প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়ার পাশাপাশি মিশরের সঙ্গে গাজ়ার সীমান্ত ক্রসিং খুলে দেয় ইজ়রায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। বিনিময়ে হামাস ইজ়রায়েলি পণবন্দিদের মুক্তি এবং নিহতদের দেহ ফেরত দেয়। যদিও এখনও এক ইজ়রায়েলির দেহ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন