Venezuela Crisis

ট্রাম্প ভেনেজ়ুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’! উইকিপিডিয়ার নকল স্ক্রিনশট পোস্ট করে অদ্ভুত দাবি মার্কিন প্রেসিডেন্টের

মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা স্ক্রিনশটে ট্রাম্পের পদমর্যাদা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তিনি আমেরিকার ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট। এই বিষয়ে তথ্যগত বিচ্যুতি নেই। কিন্তু সবার উপরে আবার লেখা হয়েছে, ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজ়ুয়েলা’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১২:৫৯
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ভেনেজ়ুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ (অ্যাক্টিং প্রেসিডেন্ট) ডোনাল্ড ট্রাম্প! সোমবার সকালে (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে উইকিপিডিয়ার একটি নকল স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প কী কারণে এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

Advertisement

মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা ওই স্ক্রিনশটে ডোনাল্ড ট্রাম্পের নাম এবং ছবি দিয়ে পদমর্যাদা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তিনি আমেরিকার ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট। এই বিষয়ে তথ্যগত কোনও বিচ্যুতি নেই। কিন্তু সবার উপরে আবার লেখা হয়েছে, ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজ়ুয়েলা’। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই তিনি এই দায়িত্ব নিয়েছেন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।

তবে ট্রাম্পের উইকিপিডিয়ার পেজে এমন কোনও পদের কথা উল্লেখ করা নেই। শুধু লেখা আছে তিনি আমেরিকার ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট। আপাত ভাবে মনে করা হচ্ছে, উইকিপিডিয়ার নকল পেজের স্ক্রিনশট শেয়ার করেছেন ট্রাম্প। কিংবা প্রযুক্তির কারিকুরিতে আসলটির উপরে ওই পদের কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্প এই স্ক্রিনশটের উপরে কোনও কিছু লেখেননি। তাই তিনি কেন এমন পোস্ট করলেন, তা স্পষ্ট নয়। অনেকে মনে করছেন, নিকোলাস মাদুরোর অবর্তমানে তিনিই যে ভেনেজ়ুয়েলার নিয়ন্ত্রক এবং ভাগ্যনিয়ন্তা, তা বোঝাতে এই কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প।

মাদুরোকে অপহরণ করে মার্কিন মুলুকে নিয়ে যাওয়ার পর ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তিকালীন সরকারের সঙ্গে আমেরিকা তেল নিয়ে একটি চুক্তি করেছে। তাতে বলা হয়েছে, আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের’ তেল দেবে, যা বিক্রি হবে বাজারমূল্যে! ট্রাম্প ঘোষণা করেন, এই তেল বিক্রি করে যে টাকা আসবে, তার নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতেই। এই পরিমাণ তেলের বাজারমূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। বিশ্বের বৃহত্তম তৈলভাণ্ডার ভেনেজ়ুয়েলার তেল বিক্রির উপর নিয়ন্ত্রণ কায়েম করার পর ট্রাম্পের এই ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হওয়ার স্ক্রিনশট পোস্টকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন