আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।
আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার ডেনমার্ক-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করলেন তিনি। আমেরিকার যুক্তি, ‘বৈশ্বিক নিরাপত্তার’ জন্যই ন্যাটো-র সদস্য এই দেশগুলির উপরে পদক্ষেপ।
নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যন্ড ও ফিনল্যান্ড থেকে আমদানি পণ্যের উপরে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই তা কার্যকর হবে। প্রসঙ্গত, গ্রিনল্যান্ড নিয়ে কোনও চুক্তি না হলে আগামী ১ জুন থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি, ইউরোপের দেশগুলিকে শতকের পর শতক ধরে ভর্তুকি দিচ্ছে আমেরিকা। এ বারে ডেনমার্কের প্রতিদান দেওয়ার সময় এসেছে।
তাঁর দাবি ছিল, সমগ্র পৃথিবীর শান্তি হুমকির মুখে দাঁড়িয়ে আছে। সেই পরিস্থিতির সমাধানের জন্যই এই পদক্ষেপ। প্রসঙ্গত, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পকে সমর্থন না করলে শুল্ক আরোপ করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তিনি। ন্যাটোর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছিলেন। তার পরেই এই ‘কৌশলগত’ পদক্ষেপ। গ্রিনল্যান্ডের উপর প্রভাব বিস্তার করতে চেয়ে তাঁর আরও দাবি, দ্বীপ রাষ্ট্রে চিন ও রাশিয়ারও নজর আছে। সেই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে ডেনমার্ক আপারগ। আরও দাবি, আমেরিকার গোল্ডেন ডোম নিরাপত্তা ব্যবস্থার জন্য গ্রিনল্যান্ডের উপরে আমেরিকার প্রভাব জরুরি।
শুল্ক আরোপ প্রসঙ্গে ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড নিয়ে কোনও চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক আরোপ বহাল থাকবে।