Earthquake in Indonesia

৬.২ মাত্রার ভূমিকম্প প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে! দু’দিনে দ্বিতীয় বার, খবর মেলেনি হতাহতের

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘অগ্নিবলয়’ বা রিং অফ ফায়ার-এর প্রান্তে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে ভূমিকম্প কিংবা অগ্ন্যুৎপাতের মতো ঘটনা লেগেই থাকে। মাত্র দু’দিন আগেই ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের কাছে বান্দা সাগরে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১১:৩৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিন দুয়েকের মাথায় ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া! বুধবার ভোরে সেখানকার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement

ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা গবেষণাকেন্দ্র বিএমকেজি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার ভোরে সুলাওয়েসি দ্বীপের উপকূলে ভূমিকম্পটি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড হয়েছে ৬.২। তবে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি হয়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘অগ্নিবলয়’ বা রিং অফ ফায়ার-এর প্রান্তে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে ভূমিকম্প কিংবা অগ্ন্যুৎপাতের মতো ঘটনা লেগেই থাকে। অস্ট্রেলিয়ান কিংবা সুন্দা প্লেটের মতো ছোটবড় নানা টেকটনিক প্লেটের সংঘর্ষে ভূত্বক ভেঙে গিয়ে আরও ছোট ছোট কয়েকটি প্লেট ও মাইক্রোপ্লেটে পরিণত হয়। সেগুলির ঘন ঘন সংঘর্ষের ফলেই এই অঞ্চলে এমনটা হয়ে থাকে। মাত্র দু’দিন আগেই ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের কাছে বান্দা সাগরে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সে বার কম্পনের উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৭ কিলোমিটার গভীরে। সেই আবহেই বুধবার ফের কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র।

Advertisement
আরও পড়ুন