Pakistan Nuclear Weapon

আমেরিকার হাতে পাকিস্তানি পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ তুলে দিয়েছিলেন জেনারেল মুশারফ! প্রাক্তন সিআইএ কর্তার দাবি

অতীতে সিআইএ-র গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে কিরিয়াকুকে গ্রেফতার করেছিল মার্কিন সরকার। বিচারে ৩০ মাসের জেল হয় তাঁর। সাজা ভোগও করেছিলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১০:০৮
জেনারেল পারভেজ মুশারফ।

জেনারেল পারভেজ মুশারফ। ছবি: সংগৃহীত।

অপারেশন সিঁদুর এবং ভারত-পাকিস্তান সংঘাতপর্বের পর ইসালামাবাদের পরমাণু অস্ত্রের ‘নিয়ন্ত্রণ’ সম্পর্কে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রাক্তন অফিসার জন কিরিয়াকু এ বার দাবি করলেন, প্রয়াত প্রাক্তন সেনাশাসক পারভেজ মুশারফের জমানায় পরমাণু অস্ত্রের কমান্ড ও নিয়ন্ত্রণের ক্ষমতা ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছিল ইসলামাবাদ।

Advertisement

সিআইএ-র সন্ত্রাসবিরোধী ডেস্কের প্রাক্তন আধিকারিক কিরিয়াকু এক সময়ে ছিলেন পাকিস্তানেও। গত জুলাই মাসে একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, ইসলামাবাদের যাবতীয় পরমাণু হাতিয়ার পেন্টাগনের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘‘পরমাণু অস্ত্রের কমান্ড এবং নিয়ন্ত্রণ বেশ কয়েক বছর আগেই পাক সরকার একজন মার্কিন জেনারেলের হাতে তুলে দিয়েছে। ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কা অনেকটাই কমে গিয়েছে।’’

কিরিয়াকু মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘কোটি কোটি ডলার অনুদান দিয়ে জেনারেল পারভেজ মুশারফকে কিনে নিয়েছিল আমেরিকা। তিনিই পরমাণু অস্ত্রের চাবি এক মার্কিন জেনারেলের হেফাজতে দিয়েছিলেন।’’ প্রায় ১৫ বছর সিআইএ-র নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কিরিয়াকুর কথায়, ‘‘আমরা পাক পরমাণু অস্ত্র কিনে নিয়েছিলাম।’’ সিআইএ-র গুপ্ত তথ্য ফাঁস করার অভিযোগে ২০১২ সালে কিরিয়াকুকে গ্রেফতার করেছিল মার্কিন সরকার। বিচারে ৩০ মাসের জেল হয় তাঁর। সেই শাস্তি ভোগ করা সত্ত্বেও ‘স্বভাব’ পাল্টাননি তিনি।

Advertisement
আরও পড়ুন