উত্তর কোরিয়ার প্রশাসক কিম জঙের হুঁশিয়ারি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তাদের আকাশসীমায় দক্ষিণ কোরিয়ার ড্রোন ঢুকে পড়েছে। এই অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়াকে ‘বড় মূল্য চোকানোর’ হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। যদিও পিয়ংইয়ঙের এই অভিযোগ অস্বীকার করেছে সোল।
এক বিবৃতি জারি করে উত্তর কোরিয়ার সেনা দাবি করেছে, সীমান্তলাগোয়া একটি শহরে দক্ষিণ কোরিয়ার ড্রোন উড়তে দেখা গিয়েছে। তৎপরতার সঙ্গে সেনা সেই ড্রোনকে গুলি করে নামিয়েছে। ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ড্রোনে দু’টি ক্যামেরা লাগানো ছিল। সেটি নজরদারি চালাচ্ছিল বলেই সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এই প্রথম নয়, গত বছরের ২৭ সেপ্টেম্বরেও একই অভিযোগ তুলেছিল পিয়ংইয়ং। সেই সময়েও কিমের সেনারা ড্রেনটিকে গুলি করে নামিয়েছিল। শনিবার আরও একটি ড্রোন নজরে আসার পরই কিম জং হুঁশিয়ারি দিয়েছেন, সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করলে ফল ভাল হবে না। এই ধরনের গুন্ডাগিরি মেনে নেবে না পিয়ংইয়ং। যদি বার বার একই ঘটনা ঘটতে থাকে, তার জন্য সোলকে বড় মূল্য চোকাতে হবে।
তবে সোলের তরফে পাল্টা বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, যে ধরনের ড্রোনের কথা বলা হচ্ছে, সেই ধরনের ড্রোন ব্যবহার করে না দক্ষিণ কোরিয়ার সেনা। তবে খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের ড্রোন সীমান্তলাগোয়া এলাকার কোনও নাগরিক ওড়াচ্ছিলেন কি না। কারণ সীমান্তে অহেতুক উত্তেজনা সৃষ্টিতে মদত দেয় না দক্ষিণ কোরিয়া। তবে বিষয়টি নিয়ে যে দু’দেশের মধ্যে একটা উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।