Israel-Hamas Conflict

হামাসের গোপন ডেরার খোঁজ পেল ইজ়রায়েল! গাজ়ার হাসপাতালে সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ ঘরের সন্ধান

ইজ়রায়েলি সেনা আরও দাবি করেছে, শনিবার তারা দু’জন ‘মুজাহিদিন জঙ্গি’কে হত্যা করেছে। তারা জানিয়েছে, আইডিএফ এবং আইএসএ-র যৌথ অভিযানে গাজ়ার মুজাহিদিন সংগঠনের প্রধান আসাদ আবু শারাইয়া এবং মাহমুদ মুহাম্মদ হামিদের মৃত্যু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৪:৪৩
Israel Defence Forces claimed to have unearthed an underground tunnel route beneath a hospital in Khan Yunis, Gaza

ইজ়রায়েলের প্রকাশ করা ভিডিয়ো থেকে প্রাপ্ত। ছবি: সংগৃহীত।

গাজ়ার খান ইউনুসের একটি হাসপাতালে ভূগর্ভস্থ সুড়ঙ্গের খোঁজ মিলেছে, এমনই দাবি করল ইজ়রায়েলি সেনা। ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে। দাবি করা হচ্ছে, সেই ফুটেজ নেওয়া হয়েছে ড্রোনের মাধ্যমে! ইজ়রায়েলি সেনার দাবি, ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যে ভূগর্ভস্থ ঘরে পৌঁছোনো যায়, সেখানে প্রচুর অস্ত্র মজুত রয়েছে। শুধু তা-ই নয়, এ-ও দাবি করা হচ্ছে, ওই ঘর থেকে বিভিন্ন হিংসাত্মক ঘটনা পরিচালনা করত হামাস!

Advertisement

ইজ়রায়েলের বরাবরের অভিযোগ, গাজ়ার হাসপাতালগুলিকে নিজেদের ডেরা হিসাবে ব্যবহার করে হামাস। অতীতেও এমন নানা সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ গোপন আস্তানার খবর প্রকাশ্যে এনেছে ইজ়রায়েলি সেনা। তেমনই এক নতুন সুড়ঙ্গপথের ভিডিয়ো প্রকাশ করে তাদের দাবি, হামাস সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করার উদ্দেশ্যে গাজ়ার হাসপাতালগুলিকে ব্যবহার করে চলেছে। তাদের এই পরিকল্পনা নিন্দনীয় এবং সাধারণ মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়।

ইজ়রায়েলি সেনা আরও দাবি করেছে, শনিবার তারা দু’জন ‘মুজাহিদিন জঙ্গি’কে হত্যা করেছে। তারা জানিয়েছে, আইডিএফ এবং আইএসএ-র যৌথ অভিযানে গাজ়ার মুজাহিদিন সংগঠনের প্রধান আসাদ আবু শারাইয়া এবং মাহমুদ মুহাম্মদ হামিদের মৃত্যু হয়েছে। আইডিএফের দাবি, এই সন্ত্রাসবাদীরা ২০২৩ সালের ৭ অক্টোবর গা‌জ়ায় অনুপ্রবেশ করে। বিভিন্ন হত্যালীলার সঙ্গে তারা যুক্ত।

ইজ়রায়েলের সঙ্গে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের দেড় বছরের বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। দু’পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও বর্তমানে ফের হামাসের উপর হামলা শুরু করেছে ইজ়রায়েল। সংঘর্ষের মাঝে সাধারণ গাজ়াবাসীর মৃত্যু হচ্ছে। গাজ়া ভূখণ্ডে খাবারের জন্য চলছে হাহাকার। ইজ়রায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ থামাতে মধ্যস্থতারও চেষ্টা করছে আমেরিকা। তবে এখনও পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়নি।

Advertisement
আরও পড়ুন