Israel-Hamas Conflict

দেড় বছর আগে অপহরণ করেছিল হামাস, গাজ়া থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করল ইজ়রায়েলি সেনা

হামাস হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নির ওজ়। হামলায় ওই বসতিটির প্রায় এক-চতুর্থাংশ বাসিন্দা নিহত বা অপহৃত হয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২৩:৪০
দুই ইজ়রায়েলি নাগরিককে ২০২৩ সালের ৭ অক্টোবর রাতে হামলাকারী প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস অপহরণ করেছিল বলে তেল আভিভের দাবি।

দুই ইজ়রায়েলি নাগরিককে ২০২৩ সালের ৭ অক্টোবর রাতে হামলাকারী প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস অপহরণ করেছিল বলে তেল আভিভের দাবি। ছবি: সংগৃহীত।

দক্ষিণ গাজ়া থেকে দুই পণবন্দির দেহ উদ্ধারের দাবি করল ইজ়রায়েলি সেনা। ওই দুই ইজ়রায়েলি নাগরিককে ২০২৩ সালের ৭ অক্টোবর রাতে হামলাকারী প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস অপহরণ করেছিল বলে তেল আভিভের দাবি।

Advertisement

ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত গাদ হঘই (৭২) এবং তাঁর স্ত্রী জুডি ওয়াইনস্টাইন হঘই (৭০) দক্ষিণ ইজ়রায়েলের নির ওজ় মহল্লার বাসিন্দা ছিলেন। হামাস হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নির ওজ়। হামলায় ওই বসতিটির প্রায় এক-চতুর্থাংশ বাসিন্দা নিহত বা অপহৃত হয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস-হানার জবাব দিতে এখনও পর্যন্ত গাজ়ায় প্রায় ৫৫ হাজার প্যালেস্টাইনি মুসলিমকে খুন করেছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ভূমধ্যসাগরের তীরবর্তী ৩৬৫ বর্গকিলোমিটারের ভূখণ্ডের প্রায় সমস্ত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাণিজ্য পরিমাঠামো ধূলিসাৎ করেছে তারা। গত ১৯ জানুয়ারি-৭ মার্চের সংঘর্ষবিরতি পর্বে শতাধিক পণবন্দিকে মুক্তি দিয়েছিল হামাস। কিন্তু ইজ়রায়েলের দাবি, এখনও ৫০ জনের বেশি পণবন্দি রয়েছেন প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠীটির খপ্পরে।

Advertisement
আরও পড়ুন