Explosion at Russian Armoury

বিস্ফোরণে ধ্বংস হল রাশিয়ার অস্ত্র এবং গোলাবারুদের ভান্ডার! প্রত্যাঘাত হানল ইউক্রেন সেনা?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার অস্ত্র ও গোলাবারুদের ভান্ডারে বিস্ফোরণের কথা জানালেও ‘কারণ’ সম্পর্কে কিছু বলেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২২:৩৫
রুশ অস্ত্রভান্ডারে  বিস্ফোরণ।

রুশ অস্ত্রভান্ডারে বিস্ফোরণ। ছবি সংগৃহীত।

ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল রাশিয়ার ভ্লাদিমির প্রদেশের কিরঝাক অঞ্চলের একটি অস্ত্র ও গোলাবারুদের গুদাম। ইউক্রেন সেনার ড্রোন হামলাতেই এই বিপর্যয় বলে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যমের অনুমান।

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার অস্ত্র ও গোলাবারুদের ভান্ডারে বিস্ফোরণের কথা জানালেও ‘কারণ’ সম্পর্কে কিছু বলেনি। রাজধানী মস্কোর পূর্বে ওই বিস্ফোরণকাণ্ডের পরে স্থানীয় দু’টি জনপদের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ সেনা।

ভ্লাদিমিরের গভর্নর আলেকজন্ডার আভদেয়ভ বুধবার সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সেনাঘাঁটির গুদাম এলাকায় আগুন ধরে গোলাবারুদে বিস্ফোরণ হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।’’ প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। কিন্তু মঙ্গলবার সেই দাবিতে কার্যত জল ঢেলে ক্রেমলিন জানায়, রাতারাতি সমস্যার সমাধান হবে না। এর পরেই বিস্ফোরণে ধ্বংস হল রুশ অস্ত্রভান্ডার।

Advertisement
আরও পড়ুন