Hamas-LeT Meeting in Pakistan

পাকিস্তানের মাটিতে লশকর ও হামাস নেতৃত্বের বৈঠক! ভিডিয়ো ঘিরে চলছে আলোচনা

হামাসবিরোধী অভিযানে ইজ়রায়েলকে মদতও করেছে ট্রাম্প প্রশাসন। সেই আবহে হামাস নেতাদের পাকিস্তানে আসা অদূর ভবিষ্যতে দু’দেশের সম্পর্কের মধ্যে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৮
Lashkar, Hamas leaders\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' meet-up in Pakistan

(বাঁ দিকে লাল গোল বৃত্ত) হামাসের শীর্ষনেতা নাজি জ়াহির এবং লশকর-এ-ত্যায়বার কমান্ডার রশিদ আলি সান্ধু (ডান দিকে লাল গোল বৃত্ত)। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের মাটিতে লশকর-এ-ত্যায়বার (এলইটি) কমান্ডারদের সঙ্গে বৈঠক করল প্যালেস্টাইনপন্থী সংগঠন হামাস! তবে বৈঠকটি কবে হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য মেলেনি। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানের গুজরানওয়ালায় পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (পিএমএমএল) আয়োজিত এক অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছে লশকর কমান্ডার রশিদ আলি সান্ধু এবং হামাসের শীর্ষনেতা নাজি জ়াহিরকে।

Advertisement

পিএমএমএল আয়োজিত ওই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। দেখা যাচ্ছে, অনুষ্ঠানের প্রধান অতিথি জ়াহিরের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন রশিদও। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ওই অনুষ্ঠানের ফাঁকে বৈঠকও করেছেন রশিদ এবং জ়াহির!

জ়াহির অতীতেও পাকিস্তানে গিয়েছিলেন। গত বছর ফেব্রুয়ারিতে হামাসের অন্য নেতাদের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) সফর করে যান। শুধু তা-ই নয়, সে সময় এলটিই এবং জইশ-ই-মহম্মদের কমান্ডদের যৌথ সমাবেশে ‘ভারতবিরোধী’ বক্তৃতাও করেছিলেন। ২০২৩, ২০২৪ সালে কয়েক বার পাকিস্তান ঘুরে গিয়েছেন জ়াহির। তাঁর বার বার আসা, সন্ত্রাসী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক, বক্তৃতা করা— সব কিছুই হামাসের সঙ্গে পাকিস্তানের ‘গভীর’ সম্পর্কের দিকই ফুটিয়ে তোলে বলে দাবি অনেকের।

Advertisement
আরও পড়ুন