Russia Ukraine Conflict

রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইউক্রেন, নিমেষে ধ্বংস হয়ে গেল ৪০টি বোমারু বিমান

রবিবার রাশিয়ার পাল্টা হানায় ইউক্রেনীয় স্থলবাহিনীর ১২ জন সেনারও মৃত্যু হয়েছে। ইউক্রেনের সেনার বিবৃতি অনুসারে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর ১টা নাগাদ ইউক্রেনীয় সেনার একটি প্রশিক্ষণ শিবিরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৮:২৯
রুশ বিমানঘাঁটিতে হামলার দৃশ্য।

রুশ বিমানঘাঁটিতে হামলার দৃশ্য। ছবি: রয়টার্স।

রুশ বিমানঘাঁটি লক্ষ্য করে বড়সড় হামলা চালাল ইউক্রেন। রবিবার ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এসবিইউ)-কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ৪০টিরও বেশি রুশ সামরিক বিমানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অন্য দিকে, একই দিনে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে রাশিয়াও। ওই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি জনবসতির কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড়সড় ড্রোন হামলা চালায় ইউক্রেন। তাদের দাবি, ওই হামলায় অন্তত ৪০টি রুশ সামরিক বিমান ধ্বংস হয়েছে। এসবিইউয়ের দাবি, ওই বিমানগুলির মধ্যে রয়েছে টিইউ-৯৫ এবং টিইউ-২২। দু’টিই যুদ্ধে ব্যবহৃত বোমারু বিমান, যা সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ব্যবহার করা হয়। হামলার খবরটি নিশ্চিত করেছেন এলাকার আঞ্চলিক গভর্নর ইগোর কোবজ়েভও। তবে এখনও পর্যন্ত ওই হামলায় ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি।

বেলারুশের সংবাদমাধ্যম ‘নেক্সটা’-র একটি প্রতিবেদনের দাবি, রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটির কাছে রবিবার দুপুরে বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গিয়েছে। পরক্ষণেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। উল্লেখ্য, এই ওলেনিয়া রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, যেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানও রয়েছে। ইতিমধ্যে সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ওই সময়ের বেশ কিছু ছবি ও ভিডিয়োও ছড়িয়ে প়ড়েছে। প্রাথমিক তদন্তে সম্ভাব্য ড্রোন হামলার ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে এখনও পর্যন্ত ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। যদি প্রকৃতই এমন ঘটে থাকে, তা হলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে যতগুলি হামলা হয়েছে, তার মধ্যে অন্যতম বড় মাপের হামলা হবে এটিই।

রবিবার রাশিয়ার পাল্টা হানায় ইউক্রেনীয় স্থলবাহিনীর ১২ জন সেনারও মৃত্যু হয়েছে। ইউক্রেনের সেনার বিবৃতি অনুসারে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর ১টা নাগাদ ইউক্রেনীয় সেনার একটি প্রশিক্ষণ শিবিরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ওই ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি সেনাকর্মী। অন্য দিকে, শনিবারই রাজধানী মস্কোয় জঙ্গিহানার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোয়েন্দাবাহিনী। সেখানকার একটি পার্ক থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আইইডি (ইম্প্রোভাইজ়়ড এক্সপ্লোসিভ ডিভাইস)। সেগুলি জনাকীর্ণ স্থানে বসিয়ে বিস্ফোরণ ঘটানো হলে বহু মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল। ওই জঙ্গিহানার চক্রান্তের জন্যও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকেই দায়ী করেছে রাশিয়া।

Advertisement
আরও পড়ুন