—প্রতীকী চিত্র।
ক তরুণের রহস্যমৃত্যুতে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগ আবার উঠল বাংলাদেশে। জয় মহাপাত্র (১৯) নামে ওই তরুণের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তাঁকে মারধর করে বিষ খাইয়ে খুন করার অভিযোগ করেছে পরিবার। আবার অপমানে আত্মঘাতী হওয়ার তত্ত্বও সামনে আসছে। এই আবহে আজ ৩২ জন বাংলাদেশি বিশিষ্ট নাগরিক বিবৃতিতে বলেছেন, সংখ্যালঘুদের ওপর হিংসায় দায়ীদের বিচারে বার বার ব্যর্থ হচ্ছে সরকার।
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ভাঙাডহর গ্রামের জয় পাশের বুরহানপুর গ্রামের আমিরুল ইসলামের মুদির দোকান থেকে সাড়ে পাঁচ হাজার টাকার একটি মোবাইল ফোন কিনেছিলেন। ঠিক ছিল, নগদে দু’হাজার টাকা দেবেন। বাকিটা সপ্তাহে ৫০০ টাকা করে শোধ করবেন। পরিবার সূত্রে খবর, জয় বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুলের দোকান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
জয়ের মা শেলী মহাপাত্র বলছেন, “টাকা না পাওয়ায় আমিরুল ছেলের মোবাইল নিয়ে নেয়। সিম আনতে গেলে দরজা আটকে চড়-থাপ্পড় মারে। কী খাইয়েও দেয় বলে জানিয়েছিল ছেলে।” তবে জয়ের পিসতুতো ভাই অয়ন দাসের দাবি, কিস্তির শেষ ৫০০ টাকা শোধে দেরি হচ্ছিল। সেই টাকা দিতে আমিরুলের দোকানে গিয়ে জয় প্রহৃত ও অপমানিত হন। ওই দোকান থেকেই ইঁদুর মারার বিষ কিনে খান।
আমিরুলের বক্তব্য, মোবাইলের আড়াই হাজার ও রিচার্জের ৩০০ টাকা পাওনা ছিল। তা দিতে না পারায় শুধু মোবাইল ফেরত চেয়েছিলেন। তাঁর দাবি, জয় বিষ চাইলে তিনি দেননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বলেছে, লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ হবে।