Bangladesh Situation

‘আমি দুবাইয়ে আছি’! হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল বলে পরিচয় দিয়ে ভিডিয়ো প্রকাশ ‘ভারতে পলাতকের’

হাদির হত্যাকারীরা কোথায়, তা এখনও জানেই না বাংলাদেশের পুলিশ। মাঝে ঢাকা পুলিশ দাবি করে, অভিযুক্ত ফয়সাল মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। সেই দাবি উড়িয়ে দিয়েছে মেঘালয় পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২
বাংলাদেশের নিহত নেতা ওসমান হাদি এবং নিজেকে ফয়সাল করিম বলে দাবি করা যুবক (ইনসেটে)।

বাংলাদেশের নিহত নেতা ওসমান হাদি এবং নিজেকে ফয়সাল করিম বলে দাবি করা যুবক (ইনসেটে)। — ফাইল চিত্র।

ওসমান হাদির হত্যাকারী কি বর্তমানে দুবাইয়ে রয়েছেন? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়ো ঘিরে এমনটাই প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। ৪ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে খয়েরিরঙা হুডি পরা এক যুবককে। তিনি নিজেকে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল বলে দাবি করছেন। ওই ভিডিয়োতেই ফয়সালের দাবি, তিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

বাংলাদেশের তরুণ নেতা হাদির মৃত্যুর পরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পড়শি দেশ। বিভিন্ন জায়গায় ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই মধ্যে বাংলাদেশের পুলিশ দাবি করে, হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খান মেঘালয় সীমান্ত হয়ে ভারতে পালিয়ে এসেছেন। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিএসএফ। মেঘালয় সীমান্ত পেরিয়ে ফয়সাল যে ভারতে প্রবেশ করেছেন, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মেঘালয় পুলিশও।

এরই মধ্যে বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ওই ভিডিয়োয় যে যুবককে দেখা যাচ্ছে, তিনি নিজেকে ফয়সাল করিম মাসুদ বলে দাবি করেন। ওই ফয়সাল বলেন, “আপনারা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে আমি হাদি হত্যার ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নই। এটি একটি চক্রান্ত। এই কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। দেশ ছেড়ে চলে এসেছি দুবাইতে। দুবাইয়ে আছি।”

বাংলাদেশ থেকে কী ভাবে তিনি দুবাইয়ে পৌঁছেছেন, তা অবশ্য বিস্তারিত ব্যাখ্যা করেননি ওই যুবক। ভিডিয়োয় ফয়সালের দাবি, তাঁর কাছে দুবাইয়ের পাঁচ বছরের ‘মাল্টিপল ভিসা’ ছিল। তিনি বলেন, “যে ভাবেই হোক অনেক কষ্ট করে আমি দুবাইয়ে চলে এসেছি।”

নিহত বাংলাদেশি নেতা হাদির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও ভিডিয়োয় দাবি করেছেন ওই যুবক। ফয়সালের দাবি, তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই হাদির সঙ্গে তাঁর যোগাযোগ। কর্মসূত্রেই হাদির অফিসে তাঁর যাতায়াত ছিল। তবে তিনি হাদির হত্যাকাণ্ডের সঙ্গে কোনও ভাবেই জড়িত নন বলে দাবি ওই ফয়সালের।

Advertisement
আরও পড়ুন