Pakistan-Bangladesh Relation

‘বাংলাদেশের রাজনীতির মহান চরিত্র’! খালেদার সুস্থতা কামনা করে চিঠি পাক প্রধানমন্ত্রী শরিফের

শেখ হাসিনা-পরবর্তী ঢাকার সঙ্গে ক্রমশই ঘনিষ্ঠতা বাড়ছে ইসলামাবাদের। পাশাপাশি, বাংলাদেশের ‘আওয়ামী লীগ বিরোধী’ রাজনৈতিক দলগুলির সঙ্গেও ক্রমশ যোগাযোগ বাড়াচ্ছে পাকিস্তান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৭
বাঁদিকে খালেদা জিয়া, ডানদিকে শাহবাজ শরিফ।

বাঁদিকে খালেদা জিয়া, ডানদিকে শাহবাজ শরিফ। —ফাইল চিত্র।

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে একটি লিখিত বার্তাও পাঠিয়েছেন তিনি।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো প্রকাশিত খবর জানাচ্ছে, ওই বার্তার প্রথম অংশে শরিফ লিখেছেন, ‘খালেদা জিয়া বাংলাদেশ রাজনীতির এক মহান চরিত্র। জনসেবার প্রতি তিনি যে ভাবে নিজেকে উৎসর্গ করেছেন, তা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস’। এর পর খালেদার উদ্দেশে ব্যক্তিগত বার্তায় শরিফের মন্তব্য, ‘‘‘আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা জানতে পেরে আমি উদ্বিগ্ন এবং আপনার দ্রুত ও পূর্ণ আরোগ্যলাভের জন্য আমার শুভকামনা জানাচ্ছি।’’

শেখ হাসিনা-পরবর্তী ঢাকার সঙ্গে ক্রমশই ঘনিষ্ঠতা বাড়ছে ইসলামাবাদের। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বাংলাদেশের ‘আওয়ামী লীগ বিরোধী’ রাজনৈতিক দলগুলির সঙ্গেও ক্রমশ যোগাযোগ বাড়াচ্ছে পাকিস্তান। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জরুরি চিকিৎসার প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাকে। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। তাঁর পুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেকও দীর্ঘ দিন ধরে ব্রিটেনের বাসিন্দা।

Advertisement
আরও পড়ুন