Russia-Ukraine War

ডনেৎস্ক অঞ্চলের আরও একটি শহর দখল করল রাশিয়া, ইউক্রেনের অন্তত ১১২৫ সেনা নিহত! দাবি ক্রেমলিনের

ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ককে একত্রে এই নামে ডাকা হয়) সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই জাতিগত ভাবে রুশ। তাঁদের মিলিশিয়া গোষ্ঠীর সহায়তায় বেশ কিছু এলাকার দখল নিয়েছে রুশ ফৌজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:০১
Russia claims, its forces liberated Dyleyevka area of Donetsk, Ukraine lost more than 1125 armymen

(বাঁ দিকে) ভলোদিমির জ়েলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধের ১২১৬তম দিনে পূর্ব ইউক্রেনের ডনবাসের (পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) আরও একটি শহর দখলের দাবি করল রাশিয়া। সেই সঙ্গে মস্কোর দাবি, গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে অন্তত ১১২৫ জন ইউক্রেন সেনা নিহত হয়েছেন।

Advertisement

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম ‘তাস’ জানিয়েছে, ডনেৎস্ক এলাকার ডাইলেয়েভকা শহর মুক্ত করেছে তাদের সেনা। ইউক্রেন ভূখণ্ডের অংশ হলেও ডনবাসের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই জাতিগত ভাবে রুশ। তাঁদের তৈরি মিলিশিয়া গোষ্ঠীগুলি সক্রিয় ভাবে মস্কোর পক্ষে লড়াই করছে সেখানে। ওই অঞ্চলকে ক্রেমলিন পৃথক প্রজাতন্ত্র হিসেবেও ঘোষণা করেছে দু’বছর আগে। এর আগে গত ২৬ মে ডনেৎস্কের স্টারায়া নিকোলায়েভকা জনপদ দখলের দাবি করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর।

গত তিন ধরেই ডনবাস অঞ্চলে সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলির সহায়তায় ইউক্রেন ফৌজের অবস্থানের উপর স্থলপথে ধারাবাহিক হামলা চালাচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিনের সেনা। পাশাপাশি, ধারাবাহিক ভাবে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ডাইলেয়েভকা দখলের ফলে ডনেৎস্কের বড় অংশের উপর রুশ সেনার নিয়ন্ত্রণ আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এর ফলে সামরিক অবস্থানগত ভাবে উত্তর-পূর্ব ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল মস্কোর নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা।

ইরানের তিন পরমাণুঘাঁটিতে মার্কিন হামলার জেরে পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ নতুন মাত্রা পেয়েছে। তারই মধ্যে সোমবার থেকে ইউক্রেনের উপর হামলার অভিঘাত বাড়িয়েছে রাশিয়া। রাজধানী কিভ-সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর বিরুদ্ধে চলছে স্থল অভিযানও। ডনবাস এলাকার যুদ্ধের ভারপ্রাপ্ত রুশ বাহিনী ‘ব্যাটলগ্রুপ নর্থ’ সোমবার ২৩৫ জন ইউক্রেন সেনাকে হত্যার দাবি করেছিল।

Advertisement
আরও পড়ুন