Russia-Ukraine War

‘কিভের দিকে অগ্রসর হচ্ছে পুতিনের সেনা’, ইউক্রেনের আরও সাত জনপদ দখল! ধ্বংস বিপুল সামরিক সরঞ্জাম

ছ’টি এলাকায় লড়াইয়ে যুদ্ধে ইউক্রেনের ১৪টি সাঁজোয়া গাড়ি-সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনার দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৩:২৮
(বাঁদিকে) ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডানদিকে)।

(বাঁদিকে) ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এক সপ্তাহের ধারাবাহিক সামরিক অভিযানের পর ইউক্রেনের সাতটি জনপদ দখলের দাবি করল রাশিয়া। তার মধ্যে ডনেৎস্ক অঞ্চলের নোভোলেকসান্দ্রকা শহরও রয়েছে বলে সোমবার রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে। অন্য দিকে শনিবার ইউক্রেন জানিয়েছে, পলতাভা অঞ্চলে তৈলক্ষেত্রে হামলা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনা।

Advertisement

রুশ প্রতিরক্ষা দফতর শনিবার জানিয়েছে, গত ২৫-৩১ অক্টোবরের লড়াইয়ে খারকিভ, জ়াপোরিঝিয়া এবং নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ওই জনপদগুলি ‘মুক্ত’ করা হয়েছে। যুদ্ধে ইউক্রেনের ১৪টি সাঁজোয়া গাড়ি-সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনার দাবি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির আবেদনে সাড়া দিয়ে শুক্রবার টোমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বার্তা দিয়েছিল পেন্টাগন, তার পরেই কিভের দিকে অগ্রসর হয়ে নতুন এলাকা দখলের দাবি করল মস্কো।

গত কয়েক মাস ধরেই ডনবাস (ডনেৎস্ক এবং লুহানস্ককে একত্রে এই নামে ডাকা হয়) অঞ্চলে সক্রিয় মস্কো-পন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলির সহায়তায় ইউক্রেন ফৌজের অবস্থানের উপর স্থলপথে ধারাবাহিক হামলা চালাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা। পাশাপাশি, ধারাবাহিক ভাবে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এর পাশাপাশি খারকিভ, জ়াপোরিঝিয়া অঞ্চলের আক্রমণের অভিঘাত বাড়াচ্ছে রুশ ফৌজ। নতুন অঞ্চলগুলি দখলের ফলে ইউক্রেনের রাজধানী কিভ পুতিনের আরও ‘নাগালে’ চলে এল বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। মস্কোর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েই এই সাফল্য এসেছে।

Advertisement
আরও পড়ুন