Moscow Car Explosion

মস্কোয় ফের গাড়ি বিস্ফোরণে মৃত্যু রুশ সেনাকর্তার! নেপথ্যে কি ইউক্রেনের হাত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা

গাড়ি বিস্ফোরণে রুশ সেনাকর্তার মৃত্যুর ঘটনা নতুন নয়। এই নিয়ে এক বছরে তৃতীয় রুশ সেনাকর্তার খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৯
Russian general killed by car bomb in Moscow

দক্ষিণ মস্কোয় গাড়ি বিস্ফোরণে মৃত্যু রাশিয়ার সেনাকর্তার। ছবি: সংগৃহীত।

গাড়ি বিস্ফোরণে নিহত হলেন রাশিয়ার এক সেনাকর্তা! খোদ রাজধানীতে ঘটনাটি ঘটে। সে দেশের তদন্তকারীদের জারি করা বিবৃতিতে সেনাকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

Advertisement

রাশিয়ার তদন্ত কমিটি সোমবার জানিয়েছে, দক্ষিণ মস্কোয় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফালিন সারভারোভের ‘হত্যাকাণ্ডের’ তদন্ত করছে তারা।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৭টা (মস্কোর সময় অনুযায়ী) নাগাদ দক্ষিণ মস্কোর ইয়াসেনেভা স্ট্রিটের একটি পার্কিংয়ে ফালিনের গাড়িটি রাখা ছিল। তিনি যখন গাড়ির মধ্যে ছিলেন, তখন আচমকাই গাড়ির নিচে বিস্ফোরণ হয়। তদন্তকারী কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো জানিয়েছেন, কী ভাবে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। তবে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিস্ফোরণের নেপথ্যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

গাড়ি বিস্ফোরণে রুশ সেনাকর্তার মৃত্যুর ঘটনা নতুন নয়। এই নিয়ে এক বছরে তৃতীয় রুশ সেনাকর্তার খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। গত বছর ডিসেম্বরে সামরিক বাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ খুন হয়েছিলেন। তাঁর বাড়ি সামনে একটি বৈদ্যুতিন স্কুটারে লুকোনো বোমা ফেটে মৃত্যু হয় ইগরের। একই হামলায় তাঁর সহকারীরও মৃত্যু হয়েছিল। এই হামলার দায় স্বীকার করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। গ্রেফতারও করা হয়েছিল এক জনকে।

ইগর মৃত্যুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশ্নের মুখে পড়েছিল রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলি। তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ পুতিন। সে সময় তিনি তার দেশের নিরাপত্তা সংস্থাগুলিকে ভর্ৎসনা করে জানিয়েছিলেন, এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত।

গত এপ্রিল মাসে রুশ সেনাবাহিনীর আরও এক ঊর্ধ্বতন কর্তা লেফটেন্যান্ট ইয়ারোস্লাভ মোসকালিকের মৃত্যু হয়। তাঁর বাড়ির বাইরে রাখা গাড়িতে বিস্ফোরণে নিহত হন তিনি। সেই খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছিল। তবে ফালিনের মৃত্যুর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন