Myanmar Army

মায়ানমারের রাখাইন প্রদেশে হাসপাতালে হামলা সে দেশের সেনার, অন্তত ৩১ জনের মৃত্যু, আহত ৬৮

বৃহস্পতিবার মায়ানমারের পশ্চিমে রাখাইন প্রদেশের একটি হাসপাতালে হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শীকে সংবাদসংস্থা এএফপি-কে বলেন, “পরিস্থিতি খুবই ভয়াবহ। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমাদের ধারণা এই সংখ্যাটা আরও বাড়বে।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২
ফের নিজেদের দেশেতেই হামলা মায়ানমারের সেনার।

ফের নিজেদের দেশেতেই হামলা মায়ানমারের সেনার। ছবি: এএফপি।

মায়ানমারের রাখাইন প্রদেশে একটি হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাল সে দেশের সেনা। এই হামলায় অন্তত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ৬৮ জন।

Advertisement

বৃহস্পতিবার মায়ানমারের পশ্চিমে রাখাইন প্রদেশের একটি হাসপাতালে হামলা চালানো হয়। এক প্রত্যক্ষদর্শীকে সংবাদসংস্থা এএফপি-কে বলেন, “পরিস্থিতি খুবই ভয়াবহ। এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমাদের ধারণা এই সংখ্যাটা আরও বাড়বে।”

প্রসঙ্গত, ২০২১ সালে নির্বাচিত সরকারের হাত থেকে মায়ানমারের শাসনক্ষমতা কেড়ে নিয়েছিল সামরিক জুন্টা সরকার। তার পর থেকেই গৃহযুদ্ধে দীর্ণ ভারতের পড়শি এই দেশ। মায়ানমারের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞদের একাংশের মতে, গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আকাশপথে হামলা চালানো বাড়িয়েছে সে দেশের সেনা। গত সপ্তাহেই এই ধরনের একটি বিমান হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ২০ জন।

আগামী ২৮ ডিসেম্বর থেকে মায়ানমারে সাধারণ নির্বাচন শুরু হওয়ার কথা। জুন্টা সরকার নির্বাচনের ডাক দিলেও লড়াই থামাতে নারাজ সেনাবিরোধী বিদ্রোহী সংগঠনগুলি। তাদের আশঙ্কা নির্বাচনের ডাক দিয়ে নিজেদের দখলে না-থাকা এলাকাগুলিকে নিশানা করবে সেনা।

মায়ানমারের রাখাইন প্রদেশ দীর্ঘ দিন ধরেই গোষ্ঠীহিংসায় উত্তপ্ত। ওই প্রদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের একের পর এক গ্রাম, জমিজমা নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে। মায়ানমারে গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন