Bangladesh general election

‘বাংলাদেশের ভোটে ভারতের মতামত দেওয়ার কোনও সুযোগ নেই’, এ বার ইউনূসের উপদেষ্টার খোঁচা নয়াদিল্লিকে

বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। তার আগে যুযুধান প্রধান দুই প্রতিপক্ষের মধ্যে ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩
Syeda Rizwana Hasan, adviser of Bangladesh interim government warns on General Election

সৈয়দা রিজ়ওয়ানা হাসান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার সুযোগ নেই বলে জানাল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজ়ওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে অন্যদেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার তো কোনও সুযোগ থাকে না।’’

Advertisement

নির্বাচনের আগে বাংলাদেশ প্রধান যুযুধান দুই দল, বিএনপি এবং জামাত-ই-ইসলামির মধ্যে ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে রিজ়ওয়ানা বলেন, ‘‘নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে! একদল আরেক দলকে হারাবার চেষ্টা করবে, একদল জিতবার চেষ্টা করবে। যে দল জিতবার চেষ্টা করবে সে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলবে, প্রতিপক্ষ আরেকজনকে ঘায়েল করবার জন্য কথা বলবে। এটা তো খুব স্বাভাবিক কথা। কোনও কোনও জায়গায় হয়তো ভব্যতা-সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না। সে জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।’’

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। গত ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি হয়েছে মনোনয়ন পরীক্ষার কাজ। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তগুলির বিরুদ্ধে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করেছেন বাদ পড়া প্রার্থীরা। ১২-১৮ জানুয়ারি থেকে হয়েছে সেই আপিলগুলির যথার্থতা যাচাইয়ের কাজ চলেছে। চূড়ান্ত প্রার্থিতালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছিল গত বুধবার (২১ জানুয়ারি)। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের পালা শুরু হয়েছে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন