News of the day

ইসলামাবাদ ও কাবুলের মধ্যে শান্তি কি ফিরবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে শুরু করতে পারবে কি ভারত। আর কী

২২৪ দিন পর ভারতের জার্সিতে খেলতে নামছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পর থেকে দুই তারকার দিকে নজর ভারতের ক্রিকেটপ্রেমীদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

সংঘর্ষবিরতি ভেঙে শুক্রবার রাতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে তিন ক্রিকেটার-সহ ১০ জনের মৃত্যু হয়। ওই হামলার পরে আফগানিস্তানও বলে দিয়েছে, তারা জবাব দেবে। এরই মধ্যে সব আফগানকে পাকিস্তান ছাড়তে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। এই উত্তেজনার মাঝেই শনিবার দোহায় শান্তি বৈঠকে বসে পাকিস্তান এবং আফগানিস্তান। বৈঠক পরবর্তী পরিস্থিতি কী থাকে, সে দিকে নজর থাকবে আজ।

২২৪ দিন পর ভারতের জার্সিতে খেলতে নামছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পর থেকে দুই তারকার দিকে নজর ভারতের ক্রিকেটপ্রেমীদের। আজই ৫০ ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ খেলতে নামবেন শুভমন গিল। জিতে শুরু করতে পারবেন তিনি? আজ, সকাল ৯টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিয়োহটস্টার অ্যাপে।

এক দিনের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে হারতে হয়েছে ভারতকে। জোড়া হারে চাপে হরমনপ্রীত কৌরেরা। আজ, ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচ। তবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। ইনদওরের মাঠে আজ দুপুর ৩টে থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement
আরও পড়ুন