Thales Air Defence

রুশ হানা ঠেকাতে ব্রিটেন ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইউক্রেনকে, বার্তা স্টার্মারের

ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকানাধীন কোম্পানি থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০৯:৪৮
থ্যালেস ক্ষেপণাস্ত্র।

থ্যালেস ক্ষেপণাস্ত্র। —ফাইল চিত্র।

রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত চুক্তি সই হবে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

Advertisement

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার শুক্রবার এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে রক্ষার উদ্দেশ্যে আমরা চার দফা পরিকল্পনা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছি। এই পদক্ষেপ তারই অন্যতম অংশ।’’ ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকানাধীন কোম্পানি থ্যালেস। পশ্চিমি দুনিয়ার অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে।

আয়ারল্যান্ডের বেলফাস্টে থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সেখান থেকে আগেই ইউক্রেন সেনাকে ‘হালকা মাল্টিরোল ক্ষেপণাস্ত্র’ (এলএমএম) সরবরাহ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাগ্‌যুদ্ধ এবং বৈঠক ভেস্তে যাওয়ার দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। এর পরেই কিভকে সামরিক সহায়তা বন্ধের কথা জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। সে সময়ই কিভের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল ব্রিটেন-সহ ইউরোপীয় ইউনিয়ন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিভে পাঠানো হচ্ছে থ্যালেস।

Advertisement
আরও পড়ুন