Donald Trump

বিশ্বের ৬৬টি সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা, কোন কারণে এই সিদ্ধান্ত, ব্যাখ্যা দিল হোয়াইট হাউস

এর আগে প্যারিস জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনেস্কো থেকে বেরিয়ে গিয়েছে আমেরিকা। এ বার রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত সংস্থা থেকেও বেরিয়ে যাচ্ছে ট্রাম্পের আমেরিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৪
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

বিশ্বের ৬৬টি সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা। বুধবার এই সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা যে সংস্থাগুলি থেকে বেরিয়ে যাচ্ছে, সেগুলির মধ্যে ৩১টি রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত। ওই তালিকায় রয়েছে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত সংস্থাও।

Advertisement

এর আগে প্যারিস জলবায়ু চুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনেস্কো থেকে বেরিয়ে গিয়েছে আমেরিকা। এ বার রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত সংস্থা থেকেও বেরিয়ে যাচ্ছে ট্রাম্পের আমেরিকা। বিশ্বে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে বিভিন্ন দেশ সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিয়ে একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি করেছিল। বর্তমানে ভারত এই সংস্থার প্রধান। সেই সংস্থা থেকেও বেরিয়ে যাচ্ছে আমেরিকা।

হোয়াইট হাউসের বক্তব্য, এই সংস্থাগুলিতে যোগ দিয়ে আমেরিকার স্বার্থ রক্ষিত থাকছে না। তাই এই সংস্থাগুলিতে থাকা সিদ্ধান্ত তারা পুনর্মূল্যায়ন করতে চায় বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমেরিকার অগ্রাধিকারের তালিকায় থাকা বিষয়গুলির চেয়ে অন্য বিষয়গুলি যেখানে গুরুত্ব পায়, সেখানে আমেরিকার করদাতাদের অর্থব্যয় বন্ধ হওয়া উচিত।” আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, “এসব সংস্থা এবং জোটের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী মনোভাব নিয়ে কাজ করছিল।”

Advertisement
আরও পড়ুন