Russia Ukraine War

শান্তি ফেরাতে ইউক্রেনকে রাশিয়া ও ইউরোপের মধ্যে ভাগ করে দেওয়া হোক! প্রস্তাব ট্রাম্পের দূতের

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন আমেরিকার বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের এই ভাবনা প্রকাশ্যে আসার পরেই নানা মহলে দানা বাঁধতে শুরু করেছে জল্পনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:২১
স্টিভ উইটকফ এবং ভ্লাদিমির পুতিন।

স্টিভ উইটকফ এবং ভ্লাদিমির পুতিন। — ফাইল চিত্র।

তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। এখনও পর্যন্ত শান্তি স্থাপনের সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে, উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছে আমেরিকা। শান্তিপ্রস্তাবের জন্য নানা প্রস্তাবও দিয়েছে মার্কিন মুলুক। সেই আবহেই এ বার জানা গেল, ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তির বিষয়ে একটি অভূতপূর্ব প্রস্তাব রেখেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্তা। ইউক্রেনকে বেশ কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অধীনে ভাগ করে দেওয়ার পক্ষে যুক্তি খাড়া করেছে আমেরিকা।

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন আমেরিকার বিশেষ কূটনীতিক স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের এই ভাবনা প্রকাশ্যে আসার পরেই নানা মহলে দানা বাঁধতে শুরু করেছে জল্পনা। জানা গিয়েছে, ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়াকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্টিভ। রাশিয়াকে চারটি, এবং ইউরোপীয় ইউনিয়নকে আরও কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলের নিয়ন্ত্রণভার দেওয়ার প্রস্তাব রেখেছেন তিনি। যদিও, এই ‘চুক্তি’ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যেই কৌশলগত মতপার্থক্য দেখা গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূতের সঙ্গে একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেই নৈশভোজের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। স্টিভ বলেছেন, ‘‘ইউক্রেনে যুদ্ধবিরতির সব চেয়ে সঠিক পথ হল ২০২২ সালে অবৈধ ভাবে দখল করার চেষ্টা করা চারটি পূর্ব ইউক্রেনীয় অঞ্চলের মালিকানা রাশিয়াকে দেওয়া।’’ যদিও স্টিভকে এ কথা আগেও বলতে শোনা গিয়েছে এবং প্রতি বারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিভ।

Advertisement
আরও পড়ুন